Tuesday , April 29 2025

গোপালপুরে বোরো ধানের নমুনা শস্য কর্তন অনুষ্ঠান

এ কিউ রাসেল (টাঙ্গাইল): শুক্রবার (২৬ এপ্রিল) টাঙ্গাইলের গোপালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি-২) প্রকল্পের আওতায় অডউ প্রযুক্তির বোরো প্রদর্শনীর ব্রি ধান-২৯ জাতের ধানের নমুনা শস্য কর্তন কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলার আলমনগর ইউনিয়নের বীরনলহরা গ্রামের বীরনলহরা-কামার, কুমুল্লী সিআইজি (শস্য) সমিতির কৃষক আবদুর রাজ্জাকের জমিতে নমুনা শস্য কর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ শফিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার তুষার সাহা, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মুহাম্মদ আবদুল হালিম, ব্লকের উপ-সহকারি কৃষি অফিসার মুহাম্মদ হামিদুল হক, উপ-সহকারি কৃষি অফিসার মো. নুরুল ইসলাম, মো. জহিরুল ইসলাম, মো. আসাদুজ্জামান জুয়েল, মো. আসাদুজ্জামান, মো. আবু কায়সার রাসেল ও মো. আবদুল্লাহ আল হাদি, কৃষক মো. শামছুল হক, আবদুর রাজ্জাক, মো. ঝন্টু মিয়া, মো. বাদল মিয়া, মো. আবদুল কদ্দুসসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

This post has already been read 5903 times!

Check Also

বাকৃবিতে টমেটোর নতুন জাত উদ্ভাবন:  কীটনাশক ছাড়াই করা যাবে চাষ  

বাকৃবি সংবাদদাতা: প্রতি বছর শীতকালে বাংলাদেশে বিভিন্ন জাতের টমেটো চাষ করা হলেও সব জাত সমান …