রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

রোগ নিরাময়ে দরকার ভেষজ উদ্ভিদের ব্যবহার

নাহিদ বিন রফিক (বরিশাল): রোগ নিরাময়ে দরকার ভেষজ উদ্ভিদের ব্যবহার। চিকিৎসা বিজ্ঞানের শুরু থেকেই এর অবদান অনস্বীকার্য। ওষুধশিল্পে রয়েছে যার বিশেষ ভূমিকা। তাই এ জাতীয় গাছের গুণাগুণ সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির প্রয়োজন। এতে চিকিৎসার ব্যয় হ্রাস পাবে। হবে না শরীরের কোনো পাশর্^প্রতিক্রিয়া।

মঙ্গলবার (২ জুলাই) বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) আয়োজনে প্রতিষ্ঠানের সম্মেলনকক্ষে দিনব্যাপি এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক সাইনুর আজম খান এসব কথা বলেন। ভেষজ বৃক্ষ রোপণে নিজের অংশগ্রহণের পাশাপাশি অপরকে উৎসাহিত করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

বারটানের ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হরিদাস শিকারী, জেলা প্রশিক্ষণ অফিসার আব্দুল অদুদ খান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ হোসেন, বি. এম. বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর মো. রফিকুল ইসলাম, বাবুগঞ্জের উপজেলা কৃষি অফিসার মোসাম্মৎ মরিয়ম, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. রফিকুল ইসলাম, বাবুগঞ্জের উপজেলা কৃষি অফিসার মোসাম্মৎ মরিয়ম, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, আন্তর্জাতিক ভট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের হাব ম্যানেজার হিরা লাল নাথ প্রমুখ।

মানব স্বাস্থ্যে ভেষজ উদ্ভিদের গুরুত্ব শিরোনামের এ সেমিনারে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 3132 times!

Check Also

খাদ্য উপদেষ্টার সাথে রাশিয়ান ফেডারেশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স (Acting Ambassador) এর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সাথে রাশিয়ান ফেডারেশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স (Acting Ambassador) …