রবিবার , নভেম্বর ২৪ ২০২৪

বাকৃবি’তে আন্ত:বিশ্ববিদ্যালয় সাহিত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মো. আরিফুল ইসলাম (বাকৃবি): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্ত:বিশ্ববিদ্যালয় সাহিত্য প্রতিযোগিতা ২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সাহিত্য সংঘের আয়োজনে বুধবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।

সাহিত্য সংঘের সাধারণ সম্পাদক মো. জুবায়ের ইবনে কামালের সঞ্চালনায় ও সাংগঠনের সভাপতি প্রফেসর ড. গোলাম ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান।

প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভিসি প্রফেসর ড. খান বলেন, সাহিত্য ও সংস্কৃতি চর্চা ছাত্র-ছাত্রীদের জন্য অপরিহার্য। কেননা ভালো মানুষ হতে এবং নিজেকে বিকশিত করতে পড়াশুনার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই।

প্রতিযোগিতায় রচনা লিখা, চিঠি লিখা, কবিতা আবৃত্তি, অবিরাম গল্প বলা, গ্রন্থ পাঠসহ নানা ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের স্নাতক ও মাস্টার্স শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

This post has already been read 2614 times!

Check Also

ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) এর বিক্ষোভ সমাবেশ

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামলীগের বিদায়ের তিন মাস অতিক্রান্ত হলেও প্রাণিসম্পদ অধিদপ্তরে …