Tuesday , April 22 2025

বাকৃবিতে ছিনতাইকারী দলের ৪ সদস্য আটক   

বাকৃবি সংবাদদাতা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নিরাপত্তা বাহিনী কর্তৃক গতকাল বৃহস্পতিবার একটি প্রাইভেট কারসহ সংঘবদ্ধ অটো ছিনকারী দলের ৪ সদস্য আটক করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে  যথাক্রমে আরব আহম্মেদ বেলাল, বয়স আনুমানিক (৩৫), থানা -শিবচর, জেলা-মাদারীপুর, মো. কামাল হোসেন, বয়স আনুমানিক (৪০), থানা-দুমকী, জেলা -পটুয়াখালী, মো. সাত্তার, বয়স আনুমানিক (৪০), থানা-নড়িয়া, জেলা -শরিয়তপুর এবং মোঃ সুমন, বয়স আনুমানিক (৪০), থানা সদর, জেলা-মাদারীপুর।
ছিনতাইকারী চক্রটি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় বিস্কুট ও বিভিন্ন ধরনের জুস খাইয়ে অটো চালকদের অজ্ঞান করে ছিনতাই ও প্রতারণা চালিয়ে আসছিল। তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার যার নম্বর ঢাকা মেট্রো- খ ১৩-১২৬৮, মোট ৯টি বিভিন্ন ধরনের মোবাইল ফোন এবং নগদ ৮৮৩২ টাকা জব্দ করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী তাদেরকে ময়মনসিংহ কোতয়ালী থানায় সোপর্দ করা হয়।
উল্লেখ্য, ৫সদস্য ছিনতারীকারী চক্রের মধ্যে এক জন পালিয়ে যায় তার নাম মাসুদ মিয়া বাড়ী নেত্রকোনা।

This post has already been read 3552 times!

Check Also

চৈত্র সংক্রান্তি আমাদের প্রাণ-প্রকৃতি রক্ষার শিক্ষা দেয়- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চৈত্র …