বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

পবিপ্রবি’র বহি:স্থ ক্যাম্পাসে ধর্ষণ ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন 

ইফরান আল রাফি (পবিপ্রবি প্রতিনিধি): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বহি:স্থ ক্যাম্পাসে ধর্ষণ ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রংধনু এর উদ্যোগে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোমবার (১৫ জুলাই) দুপুর ১২ টায় ক্যাম্পাসের এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীদের হাতে যৌন নিপীড়ন বিরোধী বিভিন্ন পোস্টার ও প্ল্যাকার্ড দেখা যায়। মানববন্ধনে উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মো. এস এম ইকবাল হোসেন বলেন, ”ধর্ষণ ও শিশু নিপীড়নের বিরুদ্ধে সমাজের সকল স্তরের মানুষের প্রতিবাদ করা উচিত এবং এছাড়াও নারীদের আরো নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

This post has already been read 3825 times!

Check Also

জনগণের সেবার প্রতি সদা জাগ্রত থাকতে হবে -সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের সেবার প্রতি সদা জাগ্রত …