রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

বরগুনার আমতলীতে সর্জন পদ্ধতিতে সবজি উৎপাদনের ওপর মাঠদিবস অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): উপকূলীয় অঞ্চলে সর্জন পদ্ধতিতে সবজি উৎপাদনের ওপর কৃষক মাঠদিবস সোমবার (১৫ জুলাই) বরগুনার আমতলীস্থ ছোট নীলগঞ্জে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামসুল আলম।

তিনি বলেন, যেসব জমিতে ফসল উৎপাদনের সমস্যা রয়েছে। সেখানে সর্জান পদ্ধতিতে সারা বছর শাকসবজি চাষ করা সম্ভব। একই সাথে দু’টি ফসল পাওয়া যায়। সবজির পাশাপাশি মাছ। এতে ঝুঁকিও কম। কোনো কারণে এক ফসল ক্ষতি হলে অন্যটির মাধ্যমে পুষিয়ে যায়। সে সাথে পাওয়া যায় সারা বছর ফসল।

বৈজ্ঞানিক কর্মকর্তা গাজী নাজমুল হাসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাইনুল ইসলাম, এসও (মৎস্য) মো. ছদরুল আলম, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ।

উপকূলীয় অঞ্চলে বিভিন্ন জাতের সবজির উপযোগিতা যাচাইকরণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ মাঠদিবসে অর্ধশতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

This post has already been read 3972 times!

Check Also

ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ

ময়মনসিংহ সংবাদদাতা: উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের …