সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪

চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

মো. মাহফুজুর রহমান (চাঁদপুর প্রতিনিধি): ১৭ থেকে ২৩ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ -২০১৯ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনু‌ষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই (বুধবার) সকাল ১১টায় জেলা মৎস্য অফিসে অনু‌ষ্ঠিত সংবাদ সম্মেলনে লি‌খিত বক্তব্য পাঠ করেন, সি‌নিয়র উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আগামী শুক্রবার (১৯ জুলাই) মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু ম‌নি এম.পি প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠা‌নিক উদ্বোধন করবেন। এছাড়া সপ্তাহব্যাপী প্রতিদিন সভা, সে‌মিনার, প্রামাণ্য চিত্র প্রদর্শন, ভ্রাম্যমান মেলা এবং জেলেদের উ‌দ্বুদ্ধকরণে সভা অনু‌ষ্ঠিত হবে। ২৩ জুলাই জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠানের মধ্য‌দিয়ে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য মেলার সমাপ্তি ঘটবে। সকল অনুষ্ঠানমালা ব্যাপক প্রচারের লক্ষে সাংবা‌দিক ভাইয়েরা গুরুত্বপূর্ণ ভূ‌মিকা পালন করবেন বলে আশা ক‌রি।

এ সময় আরো বক্তব্য রা‌খেন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, গোলাম কিব‌রিয়া জীবন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী। এসময় চাঁদপুরের বি‌ভিন্ন স্থানীয় দৈ‌নিকের সম্পাদকগণ, জাতীয় দৈ‌নিক ও ইলেক্ট্রনিক মি‌ডিয়ার জেলা প্র‌তি‌নি‌ধিগণ উপ‌স্থিত ছিলেন।

This post has already been read 3497 times!

Check Also

হাওরে ইজারা অবিলম্বে বন্ধ করা উচিত -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার বলেছেন, ‘আমি মনে করি, হাওরে ইজারা …