Thursday , April 3 2025

মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকলের জন্য গরু তৈরি করেছে মেঘডুবি এগ্রো

নিজস্ব প্রতিবেক: মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকলের জন্য গরু তৈরি করেছে ঢাকার মেঘডুবি এগ্রো। সেখানে ৩৫ হাজার থেকে শুরু করে ৮ লাখ টাকা দামের গরু পাওয়া যাবে বলে জানিয়েছেন মেঘডুবি এগ্রো’র স্বত্বাধিকারি আলী শাহীন সামী।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ফার্মটিতে ছোট থেকে শুরু করে বড় সাইজের এবং বিভিন্ন জাতের গরু রয়েছে।

আলী শাহীন সামী বলেন, আমরা সব শ্রেণীর মানুষের কথা চিন্তা করেই গরু প্রস্তুত করেছি, যাতে করে মানুষ তার সামর্থ্য এবং পছন্দ অনুযায়ী পশু কোরবানি দিতে পারেন। গরু ছাড়াও গোলাপী মহিষ, ছাগল, ভেড়া রয়েছে আমাদের ফার্মে।

নিরাপদ মাংস ও এন্টিবায়োটিকের প্রসঙ্গ তুলতে মি. সামী বলেন, প্রথমত আমরা রেজিস্টার্ড ভেটেনারিয়ানের পরামর্শ ও অনুমতি ছাড়া খামারের গরুকে কোন ওষুধ, ভ্যাকসিন কিছুই দেয়া হয়না। এন্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রেও সীমীত রাখার চেষ্টা করি এবং প্রত্যাহার কাল মেনে চলি। মানুষ যাতে নিরাপদ মাংস পেতে পারে সে  ব্যাপারে আমরা সর্বদা সচেষ্ট।

গরুর খাবার সম্পর্কে জানতে চাইলে উত্তরে তিনি বলেন, সাইলেজ এবং দানাদার -এ দুটো খাবার।

জানা যায়, সারাদেশে মেঘডুবি এগ্রো’র মোট ১৪টি খামারে প্রায় দুই হাজারেরও বেশি গরু প্রস্তুত করা হয়েছে কোরবানির জন্য। ইতিমধ্যে অনেকগুলো প্রি-বুকিং হয়ে গেছে।

মেঘডুবি এগ্রো

বছিলা গার্ডেন সিটি, দয়াল হাউজিং, ৪০ ফিট খালপার,

মোহাম্মদপুর, ঢাকা -১২০৭

মোবাইল : ০১৯৯৩০০০৬৬৬, ০১৭১১৫২৫০৪৩

This post has already been read 6315 times!

Check Also

আমদানি ও রপ্তানি প্রক্রিয়া সহজীকরণে DLS e-Trade Portal চালু

নিজস্ব প্রতিবেদক: আমদানি ও রপ্তানি প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করতে প্রাণিসম্পদ অধিদপ্তর (DLS)  চালু …