মো. মাহফুজুর রহমান (চাঁদপুর প্রতিনিধি): জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ এর মূল্যায়ন, পুরষ্কার ও সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার (২৩ জুলাই) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহামুদ জামান। তিনি বলেন, এ বছর মৎস্য সপ্তাহ জাকজমকভাবে উদযাপন হয়েছে। আজকেও নদীতে অবৈধ জাল ধরেছে। ইলিশের পাশাপাশি অন্য প্রজাতির মাছকে রক্ষা করতে হবে। আমাদের মৎস্য সম্পদ দেশের চাহিদা মিটিয়ে, রপ্তানী পণ্যে পরিণত করতে হবে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকীর সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, কানিজ ফাতেমা জেলা কোস্টগার্ড কমান্ডার লে. ফয়সাল বিন রশিদ, মৎস্যজীবী নেতা মালেক দেওয়ান, শাহ আলম মল্লিক।
মা ইলিশ ও জাটকা রক্ষায় অবদানের জন্য অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, পোনা উৎপাদনে কাজিম উদ্দিন সরকার, নেপাল মনি দাস, মাছ উৎপাদনে বুলবুল আহমেদকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।