বৃহস্পতিবার , নভেম্বর ২১ ২০২৪

পবিপ্রবি’র বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট ড. মো. জাহিদ হাসান

প্রভোস্ট ড. মো. জাহিদ হাসান

ইফরান আল রাফি (পবিপ্রবি প্রতিনিধি): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদ হাসান। রবিবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্টার (অ.দ) অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এক অফিস আদেশে ড. মো. জাহিদ হাসানকে এ দায়িত্ব প্রদান করা হয়।

উল্লেখ্য, প্রভোস্ট কমিউনিটি হেলথ এন্ড হাইজিন বিভাগের সহযোগী অধ্যাপক মি. লিটন চন্দ্র সেন দায়িত্ব থেকে অব্যাহতি ও ধন্যবাদ প্রদান পূর্বক আগামী দুই বছরের জন্য ড. মো. জাহিদ হাসানকে এ দায়িত্ব প্রদান করা হয়। তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি দক্ষিণ কোরিয়ার সানচন ন্যাশনাল ইউনিভারসিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

This post has already been read 2844 times!

Check Also

বাকৃবিতে সিকৃবি ভিসি ড. আলিমুল ইসলামের সংবর্ধনা

বাকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভিসি হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মাইক্রোবায়োলজিস্ট ও ভাইরোলজিস্ট প্রফেসর ড.মো. …