নাহিদ বিন রফিক (বরিশাল): ইউএসএআইডির অর্থায়নে বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যায় ঝালকাঠির ষাইটপাকিয়ায় কৃষিসিনেমা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কৃষি তথ্য সার্ভিস (এআইএস), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের (সিমিট বাংলাদেশ) এবং আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) যৌথ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ প্রদর্শনে কৃষকের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দিপনার সৃষ্টি হয়।
প্রধান অতিথি হিসেবে ১০ জন কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফজলুল হক। নলছিটি উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলির সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদত হোসেন।
অন্যান্য অতিথি ছিলেন উপসহকারি কৃষি কর্মকর্তা মো. কাজল হোসেন, বীর মুক্তিযোদ্ধা খান মতিউর রহমান, স্থানীয় ইউপি সদস্য মো. শাহীন চৌধুরি, মো. জামাল মেম্বার প্রমুখ। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন অনুষ্ঠান সমন্বয়কারি নাহিদ বিন রফিক।
এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ দু’শতাধিক কৃষক অনুষ্ঠান উপভোগ করেন। এছাড়া কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের লিফলেট, বুকলেট, ফোল্ডার, স্টিকার এবং পোস্টার দেয়া হয়। উপস্থিত দর্শকের জন্য হালকা নাস্তার ব্যবস্থাও ছিল।