বুধবার , জানুয়ারি ৮ ২০২৫

পবিপ্রবি এবং ব্র্যাক এআই -এর মধ্যে সমঝোতা চুক্তি

ইফরান আল রাফি (পবিপ্রবি প্রতিনিধি): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক এআই এন্টারপ্রাইজ এর মধ্যে গবাদিপ্রাণির কৃত্রিম প্রজনন প্রশিক্ষণ বিষয়ক এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) বিকেল ৩ টায় ভাইস-চ্যান্সেলর এর কনফারেন্স কক্ষে  এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী, রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের এজিএম ড. ফারুকুল ইসলাম, ম্যানেজার ডা. মতিউর রহমান। সভাপতিত্ব করেন জেনেটিক্স এন্ড এনিমেল ব্রিডিং এর চেয়ারম্যান ড. মো. কাওসার নিয়াজ বিন সুফিয়ান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেনেটিক্স এন্ড এনিমেল ব্রিডিং বিভাগ এর সহযোগী অধ্যাপক ও প্রশিক্ষণের কোর্স কো-অর্ডিনেটর ড. মো. ফখরুজ্জামান।
পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং  ব্র্যাকের পক্ষে এজিএম ড. ফারুকুল ইসলাম। এ সমঝোতা স্বাক্ষরের ফলে ব্র্যাকের কৃত্রিম প্রজনন কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা ব্র্যাক এর সাথে ইন্টার্ণশীপ এবং গবেষণার সুযোগ পাবে। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, ‘এই প্রশিক্ষণের ফলে গবাদি প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধির দ্বার উন্মোচিত হবে’।
এসময় অন্যান্যের মধ্যে এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. লোকমান আলী, বিশ্ববিদ্যালয়ের  প্রক্টর প্রফেসর ড. আবুল কাসেম  চৌধুরী, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ কামরুল ইসলাম এবং ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

This post has already been read 3108 times!

Check Also

বর্ণাঢ্য আয়োজনে সিকৃবিতে সিলেট মুক্তদিবস পালিত

সিকৃবি সংবাদদাতা: বর্ণাঢ্য আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) সিলেট মুক্ত দিবস পালন করা হয়েছে। রবিবার …