রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

ঝালকাঠিতে ৭ দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠিতে শনিবার (২৪ আগস্ট) থেকে শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা। শহরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ৭ দিন ব্যাপী এ মেলার শুভ উদ্বোধন করেন সাবেক শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আামু এম.পি.।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, গাছ মহামূল্যবান সম্পদ। ফল দেয়, কাঠ দেয়। আমাদের বেঁচে থাকার জন্য দেয় স্বচ্ছ অক্সিজেন। পরিবেশ ভারসাম্য বজায় রাখা এবং রোগ নিরাময়ে রয়েছে এর যথেষ্ট অবদান। তাই ফলদ, ভেষজ এবং বনজ বৃক্ষ রোপণের মাধ্যমে নিজেকে লাভবান করতে হবে। তাহলেই দেশের জাতীয়স্বার্থ অর্জিত হবে।

জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) যৌথ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফাতিমা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফজলুল হক, বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদরের উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটির উপজেলা চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, ডিএইর জেলা প্রশিক্ষণ অফিসার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক, সদরের উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস প্রমুখ।

মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মেলা প্রাঙ্গণে শেষ হয়। মেলায় সরকারি-বেসরকারি ২২টি স্টল স্থান পায়। এতে দর্শনার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

This post has already been read 4462 times!

Check Also

বৈষম্যমুক্ত অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে কৃষিকে গুরুত্ব দিতে হবে -কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন,  বৈষম্যমুক্ত অর্থনৈতিক উন্নয়ন …