রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

কৃষি উন্নয়ন মুক্তিযুদ্ধের অন্যতম প্রাপ্তি – বরিশালে বিভাগীয় কমিশনার

নাহিদ বিন রফিক (বরিশাল): কৃষি উন্নয়ন মুক্তিযুদ্ধের অন্যতম প্রাপ্তি। স্বাধীনতার আগে সাড়ে সাত কোটি লোকের খাদ্য যোগাতেই তখন হিমশিম খেতে হতো। এখন মানুষ বেড়ে কয়েকগুণ হলেও খাবারের কোনো অভাব নেই। আর তা সম্ভব হয়েছে ফসলের উন্নত জাত উদ্ভাবন এবং কৃষক পর্যায়ে সম্প্রসারণের কারণে। এরই ফলশ্রুতিতে আমরা প্রচুর পরিমাণে সবজি ও ফল খাচ্ছি। রবিবার (২৫ আগস্ট) বরিশালের রহমতপুস্থ আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে চাষিদের মাঝে ফলগাছের চারা বিতরণের সময় প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মুহাম্মদ ইয়ামিন চৌধুরী এসব কথা বলেন।

প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সাইনুর আজম খান এবং ডাল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সালেহ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলাম কিবরিয়া, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম প্রমুখ।

পরে তিনি ৫০ জন কৃষকের প্রত্যেককে ১০টি করে বারি উদ্ভাবিত বিভিন্ন ফল গাছের চারা বিতরণ করেন। এর আগে প্রধান অতিথি আধুনিক পদ্ধতিতে ডাল ফসল উৎপাদনের কৌশল বিষয়ক এক কৃষক প্রশিক্ষণ উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলিমুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহবুবুর রহমান, অঞ্জন কুমার দাস এবং কষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

This post has already been read 2935 times!

Check Also

বৈষম্যমুক্ত অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে কৃষিকে গুরুত্ব দিতে হবে -কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন,  বৈষম্যমুক্ত অর্থনৈতিক উন্নয়ন …