রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

কৃষি মন্ত্রীর সাথে কেনিয়ার কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য মন্ত্রীর বৈঠক

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি’র সাথে মন্ত্রণালয় তাঁর অফিসকক্ষে কেনিয়ার কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য মন্ত্রী Mwangi kiunjuri নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে   কৃষি ও রপ্তানির খাত নিয়ে কথা হয়। বাংলাদেশ থেকে কেনিয়ার রপ্তানিকৃত পণ্যের মধ্যে পাট শীর্ষস্থান দখল করে রয়েছে। এছাড়া দেশটি বাংলাদেশ থেকে ঔষধ আমদানি করছে। বৈঠকে কৃষি মন্ত্রী প্রতিনিধি দলকে বাংলাদেশ থেকে চামড়াজাত পণ্য আমদানির আহবান জানান তিনি।

কৃষি মন্ত্রী বলেন, বাংলাদেশ নদী মাতৃক দেশ। আমরা খাদ্যে স্বয়ংসম্পুর্ণতা অর্জন করেছি। এখন আমাদের লক্ষ্য নিরাপদ ও পুষ্টিমান সমৃদ্ধ খাদ্য নিশ্চিত করা। এছাড়াও আধুনিক কৃষি ও বাণিজ্যিক কৃষির জন্য কাজ করে যাচ্ছে সরকার। বাংলাদেশ বিগত এক দশকে অর্থনৈতিক সামাজিক ও মানব উন্নয়নসহ প্রায় সব সূচকে সাফল্য অর্জন করেছে। এই সাফল্য টেকসই করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। এছাড়া মৎস্য ও প্রাণি খাতেরও অর্জন ভালো। আমাদের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে এসডিজি’র গোল অর্জন করা। আমরা ধীরে ধীরে উন্নত রাষ্ট্রের পথে এগিয়ে চলছি।

কেনিয়ার মন্ত্রী বলেন, কেনিয়া ও বাংলাদেশ  ভূমি গঠনে, সংস্কৃতিতে, ভাষায় এবং ইতিহাস ঐতিহ্যে সম্পুর্ণ আলাদা। তবুও দুই দেশই উন্নয়ন তালিকায় সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে কৃষি, খাদ্য নিরাপত্তা ও পুষ্টিকে রেখেছে এবং উভয় দেশই স্বাধীনতার পর কৃষিতে বিরাট অগ্রগতি ঘটিয়েছে। কেনিয়ার খাদ্য ও কৃষি খাত এখন বিকাশমান, যা চা, কফি, ফল, সবজি ও ফুলের বদৌলতে অর্থনীতিতে প্রায় ৫০ ভাগ অবদান রেখে চলেছে। এছাড়া কেনিয়াতে প্রচুর পরিমানে ভুট্টা উৎপন্ন হয়।

উল্লেখ্য, কেনিয়ার কৃষক সমবায়ের দীর্ঘ ও সমৃদ্ধ ঐতিহ্য/ইতিহাস আছে যার শুরু স্বাধীনতার পূর্বে সেই ১৯৪০ সালে। শক্তিশালী ও প্রশাসনিক ব্যবস্থাপনা পদ্ধতি প্রতিষ্ঠা, সদস্যদের ব্যবসায়িক পরামর্শ, লটে বা একসঙ্গে কেনাবেচার সুযোগ সৃষ্টি এবং চাহিদার সঙ্গে খাপ খাইয়ে চলার মতো প্রায়োগিক কৌশলসহ একটি সুসংগঠিত এবং পেশাদার স্বত্তা হিসেবে আবির্ভূত হতে কেনিয়ার কৃষক সংগঠনকে কয়েক দশক জুড়ে অনেক বাধা-বিপত্তি অতিক্রম করতে হয়েছে। বাংলাদেশে কৃষিখাতে যে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে এর জন্য সরকার ও কৃষকদের ভূয়সী প্রশংসা করেন কেনিয়ার মন্ত্রী। কেনিয়ার মন্ত্রী বাংলাদেশের কৃষি মন্ত্রীকে কেনিয়া ভ্রমনের আহবান জানান।

প্রতিনিধি দলের  অন্যান্য সদস্যবৃন্দ ছিলেন কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য মন্ত্রণালয়ের Joseph Nguyo, Personal Assistant ; Caroline Gachuri,State Consel;  পররাষ্ট্র মন্ত্রণালয়ের Nicholas Irungu ; David Kariuki, India Embassy

This post has already been read 2730 times!

Check Also

বৈষম্যমুক্ত অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে কৃষিকে গুরুত্ব দিতে হবে -কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন,  বৈষম্যমুক্ত অর্থনৈতিক উন্নয়ন …