বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

বরিশালের এ. ওয়াহেদ বালিকা বিদ্যালয়ে আমগাছের চারা বিতরণ

নাহিদ বিন রফিক (বরিশাল): আগামী বছরের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ পূর্ণ হবে। এ উপলক্ষে কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে মঙ্গলবার (২২ অক্টোবর) বরিশাল নগরীর এ. ওয়াহেদ বালিকা বিদ্যালয়ে আমগাছের চারা বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা এস. এম. নাহিদ বিন রফিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদ চৌধুরী, সিনিয়র শিক্ষক মো. ফিরোজ খান, মো. আলমগীর হোসেন, তুষার কান্তি রায়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সৈয়দ সুলতান আহমেদ প্রমুখ। পরে বিদ্যালয়ের ক্যম্পাসে গাছের চারা লাগানো হয়। রোপণশেষে পরবর্তী পরিচর্যা, সার ব্যবস্থপনা এবং রোগ-পোকা দমন সম্পর্কে তাদের বিস্তারিত ধারণা দেয়া হয়।

নগরীর ইছাকাঠিস্থ হর্টিকালচার সেন্টার হতে সরবরাহকৃত বারি আম-৩ জাতের আমের চারা বিদ্যালয়ে বিনামূল্যে প্রদান করা হয়।

This post has already been read 3414 times!

Check Also

জনগণের সেবার প্রতি সদা জাগ্রত থাকতে হবে -সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের সেবার প্রতি সদা জাগ্রত …