রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

ঘূর্ণিঝড়ের আগে, সময় এবং পরে কী করবেন এবং করবেন না

ঘূর্ণিঝড়ের আগে, তাণ্ডব চলার মধ্যে এবং ঝড় থেমে যাওয়ার পর কী করবেন আর কী করা উচিত নয়, তা দেখে নিন:

ঘূর্ণিঝড়ের আগে:

  • যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন।
  • এই সময়ে অনেক গুজব রটে। সে সবে কান দেবেন না।
  • জরুরি প্রাথমিক চিকিৎসা সামগ্রী কাছে রাখুন।
  • লোকের মুখের কথা না শুনে শুধুমাত্র সরকারি বার্তায় বিশ্বাস রাখুন।
  • ঝড়ে গাছ পড়ে গিয়ে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। তাই নিজের মোবাইল ফোন আগেই সম্পূর্ণ চার্জ দিয়ে রাখুন। বিপদের সময় যে কোনও মুহূর্তে মোবাইলের দরকার হতে পারে।
  • পোষ্যদেরও বাড়ির ভিতর নিরাপদ স্থানে রেখে দিন।

ঘূর্ণিঝড়ের সময়:

  • ঝড় শুরু হলে প্রথমেই বাড়ির ভিতরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিন। তা নাহলে বিদ্যুতের তার ছিঁড়ে দুর্ঘটনা ঘটতে পারে।
  • ঘরের দরজা-জানলা ভাল করে বন্ধ রাখুন। ফোটানো বা ক্লোরিন দেওয়া পানি পান করুন।
  • ঝড়ের সময় যদি রাস্তায় থাকেন, তা হলে যত দ্রুত সম্ভব কোনও সুরক্ষিত স্থানে আশ্রয় নিন।গাছ বা বিদ্যুতের খুঁটির নীচে দাঁড়াবেন না।
  • রেডিও/ট্রানজিস্টারে খবর শুনুন।

ঘূর্ণিঝড়ের পর:

  • ঝড়ে ক্ষতি হয়েছে এমন কোনও বাড়িতে আশ্রয় নেবেন না।
  • ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে হাত দেবেন না।

 

সূত্র: আবহাওয়া অধিদপ্তর

This post has already been read 3022 times!

Check Also

পরিবেশ সুরক্ষা ও পানি সাশ্রয়ে এডব্লিউডি সেচ পদ্ধতি

ড. এম আব্দুল মোমিন: ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। আউশ, আমন  বোরো মৌসুমে আমাদের দেশে ধান …