রবিবার , সেপ্টেম্বর ৮ ২০২৪

সুন্দরবনে প্রবেশে বন বিভাগের নিষেধাজ্ঞা

ফকির শহিদুল ইসলাম (খুলনা): ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবলীলায় প্রাণী ও জীব বৈচিত্র্যের ক্ষয়ক্ষতি দ্রুত পুষিয়ে ওঠার লক্ষ্যে সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। সোমবার (১১ নভেম্বর) বিকালে নিষেধাজ্ঞা জারির বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা রেঞ্জের বন সংরক্ষক কর্মকর্তা মাইনুদ্দিন খান।

তিনি জানান, ঘণ্টায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার গতিতে বাতাসের শক্তি নিয়ে উপকূলে আছড়ে পড়া ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সুন্দরবনে বন বিভাগের ৬৩টি দল কাজ করছে। এ কারণেই সুন্দরবনে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময় ক্ষতির পরিমাণ নির্ধারণ ও পরিস্থিতি স্বাভাবিক হলেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে সুন্দরবনের বেশ কিছু প্রাণী ও জীব বৈচিত্র্যের ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি ঝড়ো হাওয়ায় সুন্দরবনের বেশ কিছু জায়গায় গাছপালা ভেঙে পড়েছে। ফলে ওই এলাকার বন্য প্রাণীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছে বন বিভাগ। এ জন্য সুন্দরবনের প্রাণী ও জীব বৈচিত্র্য রক্ষায় কাজ করছে বন বিভাগের অনুসন্ধানী দল।

This post has already been read 2912 times!

Check Also

চট্টগ্রামে বানবাসীদের পাশে আইএসডিই ও যুব ভোক্তা অধিকার যোদ্ধাদের ত্রাণ কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আইএসডিই বাংলাদেশ ও দেশের যুব ভোক্তা অধিকার যোদ্ধাদের সংগঠন ক্যাব …