বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

হিজড়াদের লিঙ্গভিত্তিক নাম পরিবর্তনে কাজ করবেন সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: হিজড়াদের লিঙ্গভিত্তিক নাম পরিবর্তনে কাজ করবেন সমাজকল্যাণমন্ত্রী। এছাড়াও দেশের দুস্থ, প্রতিবন্ধী এবং পিতৃমাতৃ পরিচয়হীন শিশুদের স্বার্থে কাজ করার জন্য তার দৃঢ়প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

জাতীয় মানবাধিকার কমিশনের ২-সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল মঙ্গলবার (১২ নভেম্বর) সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার সময় মন্ত্রী এসব কথা জানান।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম এনডিসির নেতৃত্বে প্রতিনিধিদলটি মন্ত্রীর কাছে তিনটি সমাস্যার  সমাধানে তাঁর হস্তক্ষেপ কামনা করেন।

দেশের পিতামাতার নাম পরিচয়হীন শিশুদের বৈধকাগজপত্রে অভিভাবকত্ব নির্ণয়, মেয়ে বা ছেলের প্রবণতাসম্পন্ন হিজড়াদের লিঙ্গভিত্তিক নাম পরিবর্তনের সুযোগ এবং একই নামের বিভ্রান্তি দূরীকরণে সরকারি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় মানবাধিকার কমিশন -এর নামের সাথে মিলযুক্ত সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিবন্ধিকৃত এনজিও ‘বাংলাদেশ মানবাধিকার কমিশন’ এর নাম থেকে ‘কমিশন’ শব্দটির বদলে অন্যশব্দ প্রতিস্থাপনে ভূমিকা রাখার অনুরোধ জানান।

প্রতিনিধিদলে জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য ড. কামাল উদ্দিন অন্তর্ভুক্ত ছিলেন। 

This post has already been read 4018 times!

Check Also

জনগণের সেবার প্রতি সদা জাগ্রত থাকতে হবে -সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের সেবার প্রতি সদা জাগ্রত …