Thursday , April 3 2025

বুলবুল ঝড়ে ২শ’ ৬৩ কোটি টাকার ফসলের ক্ষতি -কৃষি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:  ঘূর্ণিঝড় ’বুলবুল’ এর আঘঘাতে দেশের উপকূলীয় দক্ষিণাঞ্চলের জেলা সমূহের প্রায় ২শ ৬৩ কোটি টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর ) কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এম.পি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঘূর্ণিঝড় বুলবুল এর প্রভাবে ৯ -১০ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী বিশেষত উপকূলবর্তী ১৬ টি জেলায় বিভিন্ন ফসলী জমি আক্রান্ত ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে আয়োজিত প্রেস ব্রিফিংএ তথ্য জানান। প্রেস ব্রিফিংএর শুরুতে ঘূর্ণিঝড়ে নিহতদের আত্মার শান্তি কামনা করেন।

কৃষি মন্ত্রী জানান, আঘাতের ফলে উপকূলীয় ও পার্শ্ববর্তী ১৬টি জেলার ১০৩টি উপজেলায় এর প্রভাব ফেলেছে এতে রোপা আমন, শীতকালীন শাক সব্জি, সরিষা,খেসারি, মসুর ও পান ফসলের আক্রান্ত হয়েছে। আবাদকৃত ২০ লাখ ৮৩ হাজার ৮শ ৬৮ হেক্টর জমির মধ্যে ২লাখ ৮৯ হাজার ০৬ হেক্টর (মোট আবাদকৃত জমির ১৪%) জমি আক্রান্ত হয়েছে এবং মোট ২২ হাজার ৮শ ৩৬ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে (মোট ৮%)।

তিনি জানান, আক্রান্ত জমির পুরো ফসল ক্ষতিগ্রস্ত হবে না। কোনো কোনো জমির ফসল আংশিক ক্ষতি হয়েছে। তবে ধানের বড় অংশটিই পরিপক্ক হয়ে উঠেছিল। পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির পুরো হিসেব আমরা দিতে পারব। প্রাথমিক প্রাপ্ত তথ্য মতে আক্রান্ত ১৬টি জেলা হচ্ছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর,ঝালকাঠি, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর। মোট ৫০ হাজার ৫ শ ৩ জন কৃষকের ফসল নষ্ট হয়েছে। ফসলের ক্ষয়ক্ষতির মধ্যে রোপা আমন ২ লাখ ৩৩ হাজার ৫ শ ৭৪ হেক্টর; শীতকালীন সব্জি ১৬ হাজার ৮শ ৮৪ হেক্টর; সরিষা ১হাজার ৪ শ ৭৬ হেক্টর; খেসারি ৩১ হাজার ০৮৮ হেক্টর; মসুর ১শ ৯৫ হেক্টর; পান ২হাজার ৬শ ৬৩ হেক্টর; অন্যান্য ফসল ৩ হাজার ১শ ২৬ হেক্টর।

মন্ত্রী আরো বলেন, ঘূর্ণিঝড় এর প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য বর্ধিত প্রণোদনা কর্মসূচির প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। অর্থ প্রাপ্তি সাপেক্ষে অতিদ্রুত প্রণোদনা বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি লোনের ব্যাপারেও বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলে প্রয়োজনীয় কাজ সম্পাদন করা হবে যাতে করে আক্রান্ত কৃষকদের  ঋণের ব্যাপারে সহজ শর্ত দেয়।

প্রেস ব্রিফিংএ মন্ত্রণালয়ের সচিব মো: নাসিরুজ্জামান, অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. আরিফুর রহমান অপু, অতিরিক্ত সচিব(এফএমএম) হাসানুজ্জামান কল্লোল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল ম্ঈুদ, কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মো. শাজাহান কবীর উপস্থিত ছিলেন।

This post has already been read 3733 times!

Check Also

আমদানি ও রপ্তানি প্রক্রিয়া সহজীকরণে DLS e-Trade Portal চালু

নিজস্ব প্রতিবেদক: আমদানি ও রপ্তানি প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করতে প্রাণিসম্পদ অধিদপ্তর (DLS)  চালু …