নিজস্ব প্রতিবেদক: প্রাণিসম্পদ অধিদপ্তরের আবারো মহাপরিচালক (ডিজি) হলেন ডা. মো. আইনুল হক। এর আগেও তিনি উক্ত অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন। এরপর তাঁকে রাজধানীর মহাখালীতে অবস্থিত প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক (গবেষণা, প্রশিক্ষণ ও মূল্যায়ণ) পদে বদলী করা হয়। প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. হীরেশ রঞ্জন ভৌমিক আজ অবসর নেয়ার কারণে ডা. আইনুল হককে পূনরায় ডিজি পদে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও আরো বেশ কিছু উচ্চ পর্যায়ে রদবদল করা হয়েছে অধিদপ্তরটিতে।
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর) অধিদফতরটির প্রশাসনিক পদে রদবদলের চিঠি পান সংশ্লিষ্টরা কর্মকর্তারা।
সূত্র জানায়, উপপরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. এ.কে.এম আতাউর রহমান, এর আগে তিনি প্রাণিসম্পদ অর্থনীতিবিদ হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়াও উপপরিচালক (প্রশাসন) হিসেবে কর্মরত ডা. মো. হাসান ইমাম উপপরিচালক (বাজেট) হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন।