বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪

কচুয়ায় কৃষকদের মাঝে সার বীজ ও জেলেদের সেলাই মেশিন বিতরণ

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর জেলাধীন কচুয়া উপজেলায় কৃষকের মাঝে সার বীজ ও নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয়বর্ধনমূলক উপকরণ হিসেবে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তর ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের যৌথ আয়োজনে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।
কচুয়া উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশিরের সভাপ্রধানে উদ্বোধনোত্তর আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, কচুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাছান, কৃষি অফিসার কৃষিবিদ আহসান হাবিব প্রমূখ।
আলোচনা শেষে ১ হাজার ৩শত ৭০জন কৃষক কৃষানীদের মাঝে ২হাজার কেজি ভূট্টা, ৩শত কেজি সরিষা, ৩শত৫০ কেজি মুগ ডালের বীজ, ২৬.৭ মেট্রিক টন ডিএপি ও ১৩.৭ মেট্রিকটন এমওপি সার বিতরণ করা হয়।
এছাড়া সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নিবন্ধিত ৬০ জন জেলেদের মাঝে ৬০ টি সেলাই মেশিন ও ৬০টি ইস্ত্রি বিতরণ করেন, প্রধান অতিথি ড. মহীউদ্দীন খান আলমগীর এমপিসহ অতিথিবৃন্দ।

This post has already been read 2829 times!

Check Also

বারিতে কৃষি যন্ত্রপাতির অংশীজনের সন্নিবদ্ধ কর্মশালা

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) …