নাহিদ বিন রফিক (বরিশাল) : কৃষিতে তথ্য প্রযুক্তি’ শীর্ষক দু‘দিনের কৃষক প্রশিক্ষণ মঙ্গলবার (২৬ নভেম্বর) বরিশাল নগরীর সাগরদিস্থ এআইএস’র আইসিটিল্যাবে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক হরিদাস শিকারী ।
তিনি বলেন, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। এ বিষয়ে যারা যতটা উন্নত, অর্থনৈতিক ক্ষেত্রে তারা ততটা সমৃদ্ধ। এর ছোঁয়া কৃষিতেও বহমান। তাইতো বাংলার কৃষি এখন ডিজিটালাইস্ট। আগে এসব কথা বললে অনেকেই হাসতো। কৃষকের হাতে ল্যাপটপ। আজ তা প্রমাণিত। আর এর পথিকৃৎ হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কৃষি তথ্য সার্ভিস আয়োজিত (এআইএস) এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন। কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠির রাজাপুর উপজেলার সহকারি প্রোগ্রামার অতনু কিশোর দাস, মধ্য রাকুদিয়া কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের কোষাধ্যক্ষ সেলিনা বেগম প্রমুখ। প্রশিক্ষণে বরিশাল,ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর ও বরগুনা জেলার ৩০ জন এআইসিসি সদস্য অংশগ্রহণ করেন।