পোল্ট্রি খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকার আশ্বাস
এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: প্রাণিসম্পদ অধিদপ্তরের নতুন মহাপরিচালক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাল বিপিআইসিসি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) প্রাণিসম্পদ অধিদপ্তর কার্যালয়ে বিপিআইসিসি’র একটি প্রতিনিধিদল প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদারের সাথে সাক্ষাৎ করেন এবং নতুন দায়িত্ব প্রাপ্তিতে তাঁকে অভিনন্দন জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিপিআইসিসি’র সভাপতি মসিউর রহমান।
প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয় দেশীয় পোল্ট্রি শিল্পে বেশ কিছু সমস্যা বিদ্যমান, যা এ শিল্পের কাঙ্ক্ষিত অগ্রগতিতে বাঁধা সৃষ্টি করছে। এ সকল বাধা অতিক্রম করতে নবনিযুক্ত মহাপরিচালকের কাছে সহযোগিতা চান বিপিআইসিসি’র নেতৃবৃন্দ।
ডা. আবদুল জব্বার শিকদার বলেন পোল্ট্রিসহ প্রাণিসম্পদ খাতের অগ্রগতির স্বার্থে আরও বেশি আন্তরিকতা নিয়ে কাজ করবে প্রাণিসম্পদ অধিদপ্তর। চলতি মাসের তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহে বিপিআইসিসি’র সাথে একটি বৈঠকের বিষয়েও ইতিবাচক সম্মতি দেন প্রাণিসম্পদ নবনিযুক্ত মহাপরিচালক।