নাহিদ বিন রফিক (বরিশাল): জিঙ্কসমৃদ্ধ ধানের বীজ বিপণনে উৎসাহিতকরণ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা ২ ডিসেম্বর পিরোজপুরের ডিএই সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। হারভেস্ট প্লাস আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক আবু হেনা মো. জাফর।
তিনি বলেন, জিঙ্কের অভাবে বাচ্চারা খর্বাকৃতি হয়। অন্যদের দেখা দেয় স্বাস্থ্যগত সমস্যা। এক সময় আমাদের আয়োডিনের অভাব ছিল। লবণে আয়োডিন যোগ করে এর সমস্যা অনেকটাই সমাধান সম্ভব হয়েছে। যেহেতু ভাত বাঙালির প্রধান খাবার। তাই ধানে জিংক সংযোজন করা হয়েছে। এখন দরকার এ জাতের ধানের উৎপাদন বাড়ানো। সে সাথে ভোক্তার দ্বারে চাল পৌঁছানোর ব্যবস্থা। আর তা সম্মিলিতভাবে করতে হবে।
স্বদেশ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) যুগ্ম পরিচালক ড. মো. মিজানুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুর নাজিরপুরের উপজেলা কৃষি অফিসার দিগ বিজয় হাজরা, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, পৌরসভার প্যানেল মেয়র মিনারা বেগম, হারভেস্ট প্লাসের কৃষি গবেষণা এবং উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন প্রমুখ।
কর্মশালায় কৃষক, বীজ ডিলার, বীজ কোম্পানীর প্রতিনিধিসহ ডিএই, কৃষি তথ্য সার্ভিস, বিএডিসি, কৃষি বিপণন অধিদপ্তর এবং কৃষি সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।