Saturday , April 26 2025

কাঠালিয়ায় ব্রিধান-৭৭’র ওপর মাঠ দিবস অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল) : ব্রিধান-৭৭’র ওপর কৃষক মাঠ দিবস মঙ্গলবার (৩ ডিসেম্বর) ঝালকাঠির কাঠালিয়ায় অনুষ্ঠিত হয়। বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরিয়তপুর কৃষি উন্নয়ন পকল্পের আওতাধীন এ মাঠদিবসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন।

উপজেলা কৃষি অফিসার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. তাওফিকুল আলম, ঝালকাঠির উপপরিচালক মো. ফজলুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার মো. মনিরুল ইসলাম, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোশারেফ হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, আমন মৌসুমে ব্রিধান-৭৬ ও ব্রিধান-৭৭ বরিশাল অঞ্চলের জন্য আশীর্বাদ। জাত দু’টি স্থানীয় ধানের মতো লম্বা হয়। তাই নিচু জমিতে চাষ করা সম্ভব। ধান আগে পাকে। ফলনও হয় বেশি। পরে তিনি একটি মাল্টাবাগান পরিদর্শন করেন।

উল্লেখ্য, চলতি বছরে প্রদর্শনী পাশাপাশি উপজেলা পরিষদের অর্থায়নে কৃষকদের মাঝে ব্রিধান-৭৬ ও ব্রিধান-৭৭’র বীজ সরবরাহ করা হয়। উপজেলায় এবার প্রায় ৭৮ হেক্টর জমিতে এ জাতে ধান আবাদ হয়েছে। আশা করা যায় আগামী মৌসুমে এর আবাদ আরও বৃদ্ধি পাবে।

This post has already been read 4337 times!

Check Also

বগুড়ায় ‘পার্টনার’ প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

আহমেদ আলী (পাবনা) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর …