Wednesday , April 2 2025

নিয়োগ বিজ্ঞপ্তি: ইব্রাটাস ট্রেডিং কোম্পানি

ইব্রাটাস ট্রেডিং কোম্পানি বর্তমানে বাংলাদেশের লাইভস্টক, এ্যানিমেল হেলথ্ ও অ্যাকোয়া সেক্টরে ক্রমবর্ধমান শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে চলমান পণ্যের পাশাপাশি নতুন পণ্য বিক্রয় ও বাজারজাতকরণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে নিম্নোক্ত পদে জনবল নিয়োগ দেয়া হবে!

ক্রমিক নম্বর পদের নাম শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা পদের সংখ্যা
টেকনিক্যাল সার্ভিসেস অফিসার (পোল্ট্রি এন্ড ডেইরি) ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন (DVM)/Animal husbandry ২ থেকে ৫ বছর ৫  জন
টেকনিকাল সার্ভিসেস অফিসার
(অ্যাকোয়া এন্ড ফিশারিজ)
 ব্যাচেলর- অফ সাইন্স এন্ড এগ্রিকালচার / অ্যাকোয়া এন্ড ফিশারিজ ২ থেকে ৫ বছর ৫ জন
এরিয়া ভিত্তিক মার্কেটিং অফিসার  (পোল্ট্রি এন্ড ডেইরি) এইচ এস সি / স্নাতক পাশ ২ থেকে ৫ বছর ২৫ জন
এরিয়া ভিত্তিক মার্কেটিং ম্যানেজার (পোল্ট্রি এন্ড ডেইরি) স্নাতক পাশ /ডিগ্রি পাশ /স্নাতকোত্তর পাশ ২ থেকে ৮ বছর ১০ জন

শর্তাবলী : পোল্ট্রি এন্ড ডেইরি বিক্রয় ও বিপণন কাজে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। কঠোর পরিশ্রমী ও প্রতিযোগিতামূলক বাজারে চ্যালেঞ্জ গ্রহণ এবং বাংলাদেশের যেকোনো এলাকায় কাজ করার আগ্রহী হতে হবে।

সুবিধাসমূহ:অভিজ্ঞতা ও যোগ্যতা অনুযায়ী আকর্ষণীয় বেতন ও  অন্যান্য সুযোগ সুবিধা আলোচনা সাপেক্ষে।

সরাসরি সাক্ষাৎকার : ২২ ডিসেম্বর ২০১৯ (সকাল ১০ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত)।

আগ্রহী প্রাথীদের, হাতে লেখা আবেদনপত্র, ২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্র এর কপি, একাডেমিক সনদপত্র সহকারে, আগামী ২২ ডিসেম্বর ২০১৯ (সকাল ১০টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত) সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো

যোগাযোগের ঠিকানা:  মোহনা , হাউস  নম্বর  # ২৮ , রোড  নম্বর  # ১৫ , সেক্টর  # ১৪ , উত্তরা , ঢাকা -১২৩০ ,বাংলাদেশ।

info@ibratasbd.com; sales@ibratasbd.com  website: www.ibratasbd.com

This post has already been read 7392 times!

Check Also

ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) পদে ড. মো. আনোয়ারুল হক এর যোগদান

গাজীপুর সংবাদদাতা : দেশের বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. মো. আনোয়ারুল হক গত ০৯ জানুয়ারি বাংলাদেশ …