রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

কৃষি মন্ত্রীর সাথে জাপানি প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: জাপান বাংলাদেশের পরম বন্ধু। স্বাস্থ্য ,কৃষিসহ বিভন্ন খাতে জাপানের অনেক সহায়তা রয়েছে। এছাড়া জাপানিদের প্রতি বাংলাদেশিদের অগাধ ভালোবাসা ও বিশ্বাস রয়েছে। বংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়া সত্বেও অনেক বাংলাদেশি শিক্ষার্থী জাপানে উচ্চতর পড়ালেখার জন্য যায়। আমরা এ দুদেশের সম্পর্ককে আরো জোরদার করবো এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) কৃষি সন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সাথে জাপানের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করতে আসলে এসব কথা বলেন বলে তিনি। সাক্ষাৎ প্রার্থি সবাই স্বাস্থ্য খাতের সাথে জড়িত এবং তারা

জাপানি প্রতিনিধিবৃন্দ বলেন তারা এ পর্যন্ত ৮১টি হাসপাতাল প্রতিষ্ঠা করেছে বিভিন্ন দেশে। এসব হাসপাতালে প্রায় ৬শ’ জন বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে। ইয়ামাগাত বাংলাদেশের স্বাস্থ খাতে প্রশিক্ষণ দিতে আগ্রহী।

এ সময় কৃষি মন্ত্রী বলেন, বাংলাদেশ দুর্যোগ প্রবোন দেশ, দুর্যোগ এর সাথে লড়াই করে আমাদের টিকে থাকতে হয়। জাপানে আমরা কৃষিজাত পণ্য রপ্তানি করতে চাই। এছাড়া বাংলাদেশে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করার জন্য ১শ টি অর্থনৈতিক জোন রয়েছে,যেখানে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের সকল সুযোগ সুবিধা রয়েছে। শেষে মন্ত্রী প্রতিনিধি দলকে পরিবারসহ বাংলাদেশ ভ্রমনের আহবান জানান।

জাপানি ১০ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন; Dr.Masaji bIshii,Dirfector,Yamagata Saisei Hospital. Dr. Satoru Matsubara Head office Director, Ms.Koharu Sekino,Nurse, Yamagata Saisei Hospital. Mr.Takenori Suzuki,General Manrer,Yamagata Kojirakawa Care Center. Dr.Wkhlasur Rahman,Director Yamagata DHAKA Friendship Hospital. Dr.Omare Ibna Faizur Rahman,Dedpt of Oral & Maxilofacial Surgery.Ms. Reiko Kobayashi,Nutrse, Yamagata DHAKA Friendship Hospital.

 

 

This post has already been read 3542 times!

Check Also

ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ

ময়মনসিংহ সংবাদদাতা: উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের …