রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

ঢাকা উত্তর সাংবাদিক ফোরামের পল্লবী থানা কমিটির আহবায়ক জহির, সদস্য সচিব আলাউদ্দিন

ঢাকা উত্তর সাংবাদিক ফোরামের পল্লবী থানার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এসএম জহির উদ্দিনকে (বাংলাদেশের আলো) আহবায়ক এবং মীর আলাউদ্দিনকে (দৈনিক অন্য দিগন্ত) সদস্য সচিব করে এই কমিটি ঘোষণা করা হয়।

পল্লবী থানার নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সংগঠণটির কেন্দ্রীয় সভাপতি আশরাফুল ইসলাম, সহ সভাপতি সাংবাদিক নেতা হেমায়েত হোসেন, সাধারণ সম্পাদক অমিতাভ রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা সহ পল্লবী থানা এলাকার বাসিন্দা বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকগণ।

এ সময় কেন্দ্রীয় সভাপতি আশরাফুল ইসলাম বলেন, দিন দিন মিডিয়া কর্মীরা বিভিন্ন হুমকির সম্মুখীন হচ্ছে কখনো চাকরি নেই, কখনো বেতন বোনাস নেই, তাই সকল সাংবাদিকদের একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমিতাভ রহমান বলেন, সাংবাদিকদের ঐক্যের বিকল্প থাকার সুযোগ নেই, পেশাগত কাজের নিরাপত্তা নিশ্চিত করতেই সকলকে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে।

-সংবাদ বিজ্ঞপ্তি

This post has already been read 3771 times!

Check Also

শেরপুর ভেটস ক্লাবের নতুন কমিটি ঘোষণা

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: শেরপুর ভেটস ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) সংগঠনটি আয়োজিত …