Thursday , April 3 2025

সেচ কাজে সোলার পাম্প আশীর্বাদ

নাহিদ বিন রফিক (বরিশাল): সেচকাজে সোলার পাম্প আশীর্বাদ। রয়েছে বহুবিদ ব্যবহার। জ্বালানী খরচ নেই। পরিবেশ থাকে অনুকূলে। তাই এর ব্যবহার যতো করবো, আমরা সুফলও পাবো ততো। রবিবার (১৫ ডিসেম্বর) বরিশালের বাকেরগঞ্জে ব্রি ভ্রাম্যমাণ সোলার প্যানেলভিত্তিক পাম্প, ধান মাড়াইযন্ত্র এবং সোলার হোম সিস্টেম স্থাপন, ব্যবহার ও রক্ষণাবেক্ষণ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক হরিদাস শিকারী এসব কথা বলেন।

সোলার পাম্প প্রকল্প আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডিএইর অতিরিক্ত উপপরিচালক মো. নজরুল ইসলাম, উজিরপুরের উপজেলা কৃষি অফিসার মো. জাকির হোসেন তালুকদার এবং  বাকেরগঞ্জের উপজেলা কৃষি অফিসার মুছা ইবনে সাঈদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্পের প্রধান গবেষক ড. এবিএম জাহিদ হোসেন, ব্রির বৈজ্ঞানিক কর্মকর্তা পলাশ কুন্ডু। অনুষ্ঠানে ব্রির বৈজ্ঞানিক কর্মকর্তা ঐশিক দেবনাথ, ফেরদৌস পারভেজ, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

এনএটিপি ফেইজ-২’র অর্থায়নে ব্রি অঙ্গে দক্ষিণাঞ্চলের ৬ উপজেলার কৃষকগ্রুপের মধ্যে ইতিপূর্বে বিনামূল্যে সোলার পাম্প বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাকেরগঞ্জ এবং উজিরপুরের সোলার প্যানেলের মেকার এবং ইলেক্ট্রিসিয়ানসহ ২০ জন চাষিকে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়।

This post has already been read 5150 times!

Check Also

সিলেটে অনাবাদি জমিতে পুষ্টি বাগান স্থাপন প্রকল্প নিয়ে সেমিনার অনুষ্ঠিত

মো.জুলফিকার আলী (সিলেট) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের আয়োজনে এবং ২০২৪-২৫ অর্থবছরের “অনাবাদি পতিত …