বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

এসডিজি অর্জনে কৃষিতে আরো উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবন দরকার

নাহিদ বিন রফিক (বরিশাল): এসডিজি অর্জনে ফসলের উৎপাদন বাড়াতে হবে কাঙ্ক্ষিত পর্যায়ে। এ জন্য আরো উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবন করা দরকার। তা যেন অবশ্যই লাগসই হয়। সেগুলো কৃষকের মাঝে ছড়িয়ে দিতে হবে। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে তা সম্ভব। শনিবার (২১ ডিসেম্বর) বরিশালের রহমতপুরস্থ বিনার সম্মেলনকক্ষে বিনা উদ্ভাবিত প্রযুক্তিসমূহের পরিচিতি ও আবাদ কৌশল শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী  এসব কথা বলেন।

বিনা আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন পরিচালক ( প্রশিক্ষণ ও পরিকল্পনা) ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামসুল আলম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. তাওফিকুল আলম, ঝালকাঠির জেলা প্রশিক্ষণ অফিসার মো. মনিরুল ইসলাম, পটুয়াখালীর জেলা প্রশিক্ষণ অফিসার মো. রফিকুল ইসলাম, পিরোজপুরের জেলা প্রশিক্ষণ অফিসার বিভাষ চন্দ্র সাহা, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) যুগ্ম পরিচালক ড. মিজানুর রহমান, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ছাব্বির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের অর্ধশতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 4242 times!

Check Also

জৈব পদার্থ মাটির হার্ট- বরিশালে বিনার মহাপরিচালক

নাহিদ বিন রফিক (বরিশাল): বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মো. আবুল কালাম …