Wednesday , April 23 2025

বাকৃবি শিক্ষক সমিতি নির্বাচনে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নিরঙ্কুশ জয়

নির্বাচিত সভাপতি প্রফেসর ড. ফরিদা ইয়াসমীন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. এনামুল হক।

দীন মোহাম্মদ দীনু (বাকৃবি) : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম। নির্বাচনে গণতান্ত্রিক শিক্ষক ফোরাম পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। সভাপতি পদে গণতান্ত্রিক শিক্ষক ফোরাম এর প্রার্থী সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের শিক্ষক ও প্রফেসর ড. ফরিদা ইয়াসমীন বারি (প্রাপ্ত ভোট ২৫০) ও সাধারণ সম্পাদক পদে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. এনামুল হক (প্রাপ্ত ভোট ২৪৪) নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে বিজয়ী হলেন- সহসভাপতি পদে ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ. কে. এম. জাকির হোসেন, কোষাধ্যক্ষ পদে ডেয়রি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ ,যুগ্ম সাধারণ সম্পাদক ১ পদে মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের ড. মো. শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ২ পদে ডেয়রি বিজ্ঞান বিভাগের মো. আবিদ হাসান সরকার। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে কৃষি অর্থনীতি বিভাগের ফারজানা ইয়াসমিন। তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক পদে কম্পিউটার সায়েন্স এন্ড ম্যাথমেটিক্স বিভাগের মেজবাহ উদ্দিন। সমাজ কল্যান সম্পাদক পদে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞাণ বিভাগের ড. চয়ন গোস্বামী।

সদস্য পদে বিজয়ীরা হলেন- কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মাহফুজা বেগম,ফার্ম স্ট্রাকচার এন্ড এনভায়রনমেন্ট বিভাগের প্রফেসর ড. সিদ্দিকুর রহমান, জিটিআই এর অধ্যাপক এ. কে. এম. রফিকুল ইসলাম, কৃষি ব্যবসা ও বিপনন বিভাগের প্রফেসর ড.মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অ্যাকোয়াকালচার বিভাগের ড. তানভীর রহমান, ফিশারিজ বায়োলজি এন্ড জেনিটিক্স বিভাগের ড. এ. কে. শাকুর আহম্মদ।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২:৩০ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নব নির্মিত শিক্ষক কমপ্লেক্সে চলে ভোট গ্রহণ। নির্বাচনে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ ও বিএনপি ও জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন ‘সোনালী দল’ পৃথক প্যানেলে নির্বাচনে অংশ নেয়। সর্বাধুনিক কম্পিউটারাইজড পদ্ধতিতে ভোট গ্রহণ সম্পন্ন করায় ভোট সম্পন্ন হওয়ার ৩০ মিনিটের মধ্যেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

This post has already been read 6039 times!

Check Also

নর্থওয়েস্ট এএন্ডএফ ইউনিভার্সিটি, চায়না প্রতিনিধি দলের বারি পরিদর্শন

গাজীপুর সংবাদদাতা: কলেজ অব ইন্টারন্যাশনাল এডুকেশন, নর্থওয়েস্ট এএন্ডএফ ইউনিভার্সিটি (এনডব্লিউএএফইউ), চায়না প্রতিনিধি দল বুধবার (০৯ …