Tuesday , April 29 2025

বাকৃবি ১৯৮৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা

মো. আরিফুল ইসলাম (বাকৃবি) : প্রাণের প্রাঙ্গণে, ভালোবাসার বন্ধনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সবুজ চত্বরে এসো মিলি প্রাণের মিলন মেলায় বাকৃবি ১৯৮৮ ব্যাচ রিইউনিয়ণ ৩-৪ জানুয়ারি ২০২০ বাকৃবির চত্বরে অনুষ্ঠিত হয়। বেলুর ও বর্ণাঢ্য র‌্যালী মধ্য দিয়ে মিলন মেলা শুরু হয়। বিকেল ৩ টা জয়নুল আবেদিন মিলনায়তনে প্রাণের অনুভুতি প্রকাশ আলোচনা অনুষ্ঠিত হয়।

সাংগঠনিক সভাপতি প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মহিলা সংঘের সভানেএী সেলিনা সুলতানা খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সাধারণ সস্পাদক প্রফেসর ড. হাম্মাদুর রহমান, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের প্রফেসর ড. এম হারুণ-অর রশিদ ও গ্রাজুয়েটবৃন্দ। ধন্যবাদ জ্ঞাপন করেন পশু পালন আনুষদের প্রফেসর ড. মো. আবুল হাসেম।

মিলন মেলায় প্রায় ৫ শতাধিক গ্রাজুয়েট পরিবারসহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রফেসর ড.মোস্তফা আলী রেজা হোসেন।

This post has already been read 3708 times!

Check Also

নর্থওয়েস্ট এএন্ডএফ ইউনিভার্সিটি, চায়না প্রতিনিধি দলের বারি পরিদর্শন

গাজীপুর সংবাদদাতা: কলেজ অব ইন্টারন্যাশনাল এডুকেশন, নর্থওয়েস্ট এএন্ডএফ ইউনিভার্সিটি (এনডব্লিউএএফইউ), চায়না প্রতিনিধি দল বুধবার (০৯ …