Tuesday , April 29 2025

জানুয়ারিতে ২-৩টি তীব্র শৈত্য প্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রী সে.

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: জানুয়ারি এ মাসে দেশে ২-৩টি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে যার মধ্যে ০২ টি তীব্র (০৪-০৬°সেঃ) শৈত্য প্রবাহে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও এ মাসে সামগ্রিক ভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি বৃষ্টি পাতের সম্ভাবনা আছে।

এ মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি/ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা/মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা পরিস্থিতি কখনো কখনো দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

জানুয়ারি মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ২.২৫-৩.২৫মিঃ মিঃ এবং গড় সূর্য কিরণ ৬.০-৭.০ ঘন্টা থাকতে পারে। এ মাসে দেশের সকল প্রধান নদ-নদী সমুহে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে।

শৈত্য প্রবাহে বোরো ধানের বীজতলার বিশেষ যত্ন নিতে হবে।

This post has already been read 4059 times!

Check Also

সীমানা নির্ধারণ করে বন রক্ষা, বালু-দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স- পরিবেশ উপদেষ্টা

চট্টগ্রাম সংবাদদাতা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা …