বুধবার , জানুয়ারি ১ ২০২৫

জানুয়ারিতে ২-৩টি তীব্র শৈত্য প্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রী সে.

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: জানুয়ারি এ মাসে দেশে ২-৩টি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে যার মধ্যে ০২ টি তীব্র (০৪-০৬°সেঃ) শৈত্য প্রবাহে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও এ মাসে সামগ্রিক ভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি বৃষ্টি পাতের সম্ভাবনা আছে।

এ মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি/ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা/মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা পরিস্থিতি কখনো কখনো দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

জানুয়ারি মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ২.২৫-৩.২৫মিঃ মিঃ এবং গড় সূর্য কিরণ ৬.০-৭.০ ঘন্টা থাকতে পারে। এ মাসে দেশের সকল প্রধান নদ-নদী সমুহে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে।

শৈত্য প্রবাহে বোরো ধানের বীজতলার বিশেষ যত্ন নিতে হবে।

This post has already been read 3290 times!

Check Also

চট্টগ্রামে পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা, জীবাশ্ম জ্বালানি ভিত্তিক প্রকল্প বাদ দিয়ে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের প্রসারে ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট গঠিত

চট্টগ্রাম সংবাদদাতা: দেশের পরিবেশ সংকটাপন্ন অন্যতম উপকুলীয় এলাকা চট্টগ্রাম বিভাগে পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা, জীবাশ্ম …