রাজশাহী সংবাদদাতা: রাজশাহীর গোদাগাড়ীতে টমেটোতে ইথানল নামক এক ধরনের স্প্রে করার সময় বিষয়টি নজরে আসে খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, এমপি’র। শনিবার (১১ জানুয়ারি) সকালে একটি কর্মসূচিতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন খাদ্য মন্ত্রী। পথিমধ্যে গোদাগাড়ী মহাসড়কের পাশে তিনি টমেটো তুলে প্রসেস করতে দেখেন। তখন তিনি গাড়ি থামিয়ে টমেটো খেতে যান এবং কৃষকদেরকে টমেটোর প্রক্রিয়াজাতকরণ সম্পর্কে জিজ্ঞেস করলে তারা কোন সন্তোষজনক জবাব দিতে পারেনি। টমেটো পাকানোর জন্য কি মেশানো হচ্ছে তা তিনি দেখতে চান। তখন পাশের একটি গুদাম ঘরে রাখা কয়েকশো ইথিফোনের বোতল দেখতে পান যেগুলো টমেটো পাকানোর জন্য ব্যবহৃত হচ্ছিল।
যে সমস্ত শ্রমিক টমেটোতে ইথানল ব্যবহার করছিল তাদের বেশিরভাগই এর ব্যবহার বিধি সম্পর্কে তেমন ধারণা নেই।
পরে মন্ত্রী নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং তাদের বিশেষজ্ঞ টিমকে উক্ত মাঠে এসে টমেটোর নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে নিয়ে পরীক্ষা করার নির্দেশ দেন। রিপোর্ট না আসা পর্যন্ত এ কেমিক্যাল মিশ্রিত টমেটো যাতে বাজারজাত না হয় সেজন্য গোদাগাড়ী উপজেলার ইউএনও এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
রিপোর্ট আসার পর জানা যাবে টমেটোতে মিশ্রিত কেমিক্যাল মানবদেহের জন্য কতটুকু নিরাপদ নাকি ক্ষতিকর।
উল্লেখ্য রাজশাহীর গোদাগাড়ীতে প্রায় ৫হাজার হেক্টর জমিতে টমেটো উৎপন্ন হয় এবং বেশিরভাগ কৃষকই টমেটো চাষের সঙ্গে জড়িত।