Tuesday , April 29 2025

শীত নিবারণ দাবি নয়, গরীবের অধিকার- ড. মুহাম্মদ শামসুল আলম

নাহিদ বিন রফিক (বরিশাল): শীত নিবারণ কোনো দাবি নয়, গরীবের অধিকার। পূরণের দায়িত্ব বৃত্তশালীদের। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। আর আমাদের সচেতনতাই পারে এ কাজের শতভাগ বাস্তবায়ন। গত ১০ জানুয়ারি বরিশালের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ক্যাম্পাসে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামসুল আলম এসব কথা বলেন।

আলিফ বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলাম কিবরিয়া, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে ২৫ জন গবীরের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। এ সময় বৈজ্ঞানিক কর্মকর্তা শর্মিলী দাস সেতু, স্মৃতি হাসনা অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

This post has already been read 5517 times!

Check Also

চৈত্র সংক্রান্তি আমাদের প্রাণ-প্রকৃতি রক্ষার শিক্ষা দেয়- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চৈত্র …