রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রথম ধাপের অভিযান সম্পন্ন

৭ দিনে পৌনে ছয় কোটি মিটার কারেন্ট জাল জব্দ, ৬ লাখ টাকা জরিমানা এবং ৩৭জনের জেল।

ঢাকা: জাটকাসহ অন্যান্য সামুদ্রিক প্রজাতির মাছের ডিম, লার্ভী ও পোনা রক্ষায় মৎস্যসম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল এবং অন্যান্য অবৈধ জাল নির্মূলে পরিচালিত সম্মিলিত বিশেষ অভিযানে প্রথম ধাপের সাত দিনে (০৭ জানুয়ারি হতে ১৩ জানুয়ারি পর্যন্ত ) ১২০১টি বেহুন্দি জাল, পাঁচ কোটি ৬৮ লাখ মিটার কারেন্ট জাল, অন্যান্য ৯১৫টি অবৈধ জাল এবং ১০৭৫টি মাছ ধরার নৌকা ও অন্যান্য সরঞ্জামাদি আটক করা হয়।

এ সময়ে উপকূলীয় ১৩টি জেলা ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, মুন্সীগঞ্জ এবং পিরোজপুরে ১৮৯টি মোবাইল কোর্টের মাধ্যমে ৭৫৫টি অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে ছয় লাখ টাকা জরিমানা এবং ৩৭জনকে বিভিন্ন মেয়াদে জেল প্রদান করা হয়।

এছাড়াও ৩৭৫৬ কেজি জাটকা জব্দ করে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এ অভিযানে জেলা ও উপজেলা প্রশাসন, নৌপুলিশ এবং কোস্টগার্ডসহ মৎস্য বিভাগের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

২য় ধাপে আগামী ২১ জানুয়ারি হতে ২৮ জানুয়ারি পর্যন্ত ০৮ দিন সম্মিলিত বিশেষ অভিযান পরিচালিত হবে।

This post has already been read 4205 times!

Check Also

হাওরে ইজারা অবিলম্বে বন্ধ করা উচিত -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার বলেছেন, ‘আমি মনে করি, হাওরে ইজারা …