শনিবার , জানুয়ারি ১৮ ২০২৫

বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদ ঘোষিত কার্যনির্বাহী ও উপদেষ্টা কমিটিতে যারা আছেন

ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদ -এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে ঘোষিত ৩ বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটিতে ১৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে উপদেষ্টার সংখ্যা ৩১ জন। এর আগে গত ১৯ ডিসেম্বর কেআইবিতে অনুষ্ঠিত  সাধারণ সভা ও সম্মেলনে উপস্থিত সংগঠনের কাউন্সিলরবৃন্দ  সর্বসম্মতিক্রমে কৃষিবিদ ডা. মোহাম্মদ ফজলে রাব্বি মন্ডল আতা সভাপতি এবং কৃষিবিদ ডা. মোহাম্মদ সাইফুল বাসার মহাসচিব হিসেবে নির্বাচিত হন।

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যান্য বিভিন্ন পদে যারা আছেন : জ্যেষ্ঠ সহ-সভাপতি, ডা. তপনেশ্বর রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ঝিকরগাছা, যশোর; সহ-সভাপতি, ডা. মো. জহিরুল ইসলাম, উপ প্রকল্প পরিচালক, এলডিডিপি, ডিএলএস; সহ-সভাপতি, প্রফেসর ড. শংকর কুমার দাস,  প্রফেসর, এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগ, বাকৃবি; সহ-সভাপতি, ডা. একেএম হুমায়ুন আরেফিন, হেড অব মার্কেটিং, এলানকো বাংলাদেশ লি.; সহ-সভাপতি, ডা. কাজী রফিকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, লোহাগড়া,নড়াইল; সহ-সভাপতি, ডা. মো. আম্বর আলী তালুকদার, কিউরেটর, রংপুর চিড়িয়াখানা, সহ-সভাপতি,, ড. উদয় কুমার মহন্ত, চেয়ারম্যান, মাইক্রোবায়োলজি এন্ড প্যারাসাইটোলজি বিভাগ, শেকৃবি; সহ-সভাপতি, ড. জীবন চন্দ্র দাস, সহযোগী অধ্যাপক, গাইনিকোলজি, অবস্টেট্রিকস এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ বিভাগ, বশেমুরকৃবি; সহ-সভাপতি, ডা. সাইফুদ্দিন সুজন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মির্জাপুর, টাঙ্গাইল; সহ-সভাপতি, ডা. মো. লুৎফর রহমান, জেলা ভেটেরিনারি সার্জন, গাজীপুর; যুগ্ম-মহাসচিব, ডা. মো. জসিম উদ্দিন, হেড অব মার্কেটিং, অরিওন ফার্মা; যুগ্ম-মহাসচিব, ড. মো. হাকিমুল হক, সহযোগী অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়; যুগ্ম-মহাসচিব, ডা. মোর্শেদুজ্জামান খান বাব, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, বাকৃবি; যুগ্ম-মহাসচিব, ডা. আব্দুল্লাহ আল মতিন, সাবেক যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ ছাত্রলীগ, পবিপ্রবি; যুগ্ম-মহাসচিব, ডা. মো. কামরুজ্জামান লিটন, ভেটেরিনারি সার্জন, নারায়নগঞ্জ সদর, নারায়নগঞ্জ; যুগ্ম-মহাসচিব, ডা. আব্দুল্লাহ আল মারুফ,  ভেটেরিনারি সার্জন (এল/আর), ডিএলএস; যুগ্ম-মহাসচিব, ডা. মাহফুজ আহমেদ জনি,  ভেটেরিনারি সার্জন, জুরাছড়ি, রাঙ্গামাটি; যুগ্ম-মহাসচিব, ডা. মো. হাবিবুর রহমান রতন, বৈজ্ঞানিক কর্মকর্তা, বিএলআরআই; যুগ্ম-মহাসচিব, ডা. ইনাম আহমেদ, লাইভস্টক এক্সটেনশন অফিসার, দৌলতপুর, মানিকগঞ্জ; সাংগঠনিক সম্পাদক (ঢাকা), ডা. মো. শাহিনুর ইসলাম, থানা প্রাণিসম্পদ কর্মকর্তা, লালবাগ মেট্রো, ঢাকা; সাংগঠনিক সম্পাদক (চট্রগ্রাম), ডা. সেতু ভুষণ দাস, ভেটেরিনারি সার্জন,রাউজান, চট্রগ্রাম; সাংগঠনিক সম্পাদক (বরিশাল), ডা. মো. মিরাজ হোসেন, ভেটেরিনারি সার্জন,নলছিটি, ঝালকাঠি; সাংগঠনিক সম্পাদক (রংপুর) ড. মো. মাহমুদুল হাসান সুমন, সহকারী অধ্যাপক, ফিজিওলজি ও ফার্মাকোলজি বিভাগ, হাবিপ্রবি; সাংগঠনিক সম্পাদক (সিলেট), ডা. কার্ত্তিক দেব, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, সিকৃবি; সাংগঠনিক সম্পাদক (খুলনা), ডা. শামসুল আরেফিন রাসেল, থানা প্রাণিসম্পদ কর্মকর্তা, খুলনা মেট্রো; সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) ডা. রিয়াজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগ, রাজশাহী মহানগর; সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ), ডা. মুরাদ মোরশেদ, সহ-সভাপতি,, শাহজালাল হল, বাংলাদেশ ছাত্রলীগ, বাকৃবি; কোষাধ্যক্ষ, ডা. নন্দ দুলাল টিকাদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (এল/আর), ডিএলএস; দপ্তর সম্পাদক, ডা. মো. সারোয়ার হাসান, ভেটেরিনারি সার্জন, যশোর সদর, যশোর; উপ-দপ্তর সম্পাদক, ডা. মো. মেহেদি হাসান রিকি, শেকৃবি; প্রচার সম্পাদক ডা. এস.এম. নুরুজ্জামান শাহনুর, রিজিওনাল ম্যানেজার, নিউ হোপ ফিড লি.; উপ-প্রচার সম্পাদক, ডা. আল ওয়াসিফ ঝন্টু,শেকৃবি; পরিবেশ বিষয়ক সম্পাদক, ডা. শামীমা নাসরিন প্রিয়া, প্রানিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, (এনএটিপি), ডিএলএস; আইন বিষয়ক সম্পাদক, ডা. মো. সাজ্জাদ হোসেন সাগর, সাবেক ভিপি, ভিএসএ, রাজশাহী বিশ্ববিদ্যালয়; ক্রীড়া সম্পাদক, ডা. রিয়াজ আল মাহমুদ, টেরিটরি এক্সিকিউটিভ, এসিআই; সমাজকল্যান সম্পাদক, ডা. মেহেদি হাসান, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, পবিপ্রবি; শিক্ষা বৃত্তি বিষয়ক সম্পাদক, ডা. সাব্বির হোসেন , সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, পবিপ্রবি; ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক, ডা. মো. দিদারুল ইসলাম খান, সাবেক সাধারন সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, পবিপ্রবি; মানব সম্পদ বিষয়ক সম্পাদক, ডা. রাকিবুল ইসলাম রুবেল, সিনিয়র টেরিটরি সেলস অফিসার, এলানকো বাংলাদেশ লি.,; পরিকল্পনা বিষয়ক সম্পাদক, ড. আসাদুজ্জামান জেমি, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, হাবিপ্রবি; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ডা. নুসরাত জাহান নিতু, প্রভাষক, সার্জারি এন্ড থেরিওজেনোলজি বিভাগ, শেকৃবি; নারী বিষয়ক সম্পাদক, ডা. লিটা বিশ্বাস, প্রভাষক, ডেয়রী সাইন্স বিভাগ, শেকৃবি; ছাত্র বিষয়ক সম্পাদক, ডা. মো. হান্নান আলী, ফার্ম ম্যানেজার (পোল্ট্রি), ভেটেরিনারি টিচিং হাসপাতাল হাবিপ্রবি; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, ডা. নুপুর ধর, বৈজ্ঞানিক কর্মকর্তা, বিএলআরআই; উপ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ডা. মো. শিহাব মিয়া, বশেমুরকৃবি; কারিগরি ও গবেষনা সম্পাদক, ডা. মামুনুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা, বিএলআরআই; তথ্য প্রযুক্তি সম্পাদক, ডা. তানজির হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, নাসিরনগর, ব্রাহ্মনবাড়ীয়া; পাঠাগার বিষয়ক সম্পাদক, ডা. মো. তৌফিক আহমেদ নাহিদ, এসিসট্যান্ট ম্যানেজার, ডক্টরস এগ্রোভেট; গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক, ডা. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, শেকৃবি।

উপদেষ্টা পরিষদে যারা আছেন: প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, উপাচার্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়; প্রফেসর ড. মো. শহিদুর রহমান খান, উপাচার্য, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়; প্রফেসর ডা. মো. ফজলুল হক, রেজিস্ট্রার, হাবিপ্রবি; প্রফেসর ড. মোস্তাফিজার রহমান, প্রফেসর, হাবিপ্রবি; ডা. মো. আফজাল হোসেন, সাবেক যুগ্ম সচিব; ডা. মো. আবদুল হালিম, সাবেক উপ-পরিচালক, ডিএলএস; প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী, প্রফেসর, প্যাথলজি বিভাগ, বাকৃবি; প্রফেসর ড. আবু হাদী নুর আলী খান, প্রফেসর, প্যাথলজি বিভাগ, বাকৃবি; প্রফেসর ড. মো. মাসুদুজ্জামান, প্রফেসর, প্যাথলজি এন্ড প্যারাসাইটোলজি বিভাগ, সিভাসু; প্রফেসর ড. আ ন ম আমিনুর রহমান, সহ-সভাপতি,, শিক্ষক সমিতি, বশেমুরকৃবি; প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, প্রফেসর, প্যাথলজি এন্ড প্যারাসাইটোলজি বিভাগ, সিভাস; প্রফেসর ড. মো. জামাল উদ্দিন ভুইঞা, প্রফেসর, প্যাথলজি এন্ড প্যারাসাইটোলজি বিভাগ, সিকৃবি; প্রফেসর ড. বিবেক চন্দ্র সুত্রধর, প্রফেসর, মেডিসিন এন্ড সার্জারি বিভাগ,সিভাসু; প্রফেসর ড. নাছরীন সুলতানা জুয়েনা, প্রফেসর, সার্জারি এন্ড অবস্ট্রেটিক বিভাগ, বাকৃবি; ডা. এ কে এম আতাউর রহমান, উপ পরিচালক (প্রশাসন), ডিএলএস; ডা. মো. আব্দুল লতিফ, এসএসও, এফডিআইএল, গাইবান্ধা; ড. বেলাল হোসেন, প্রকল্প পরিচালক, ডিএলএস; ড. দিব্যেন্দু বিশ্বাস, সহযোগী অধ্যাপক, পবিপ্রবি এবং ডা. মো. সাইফুল ইসলাম, ডিসি, কাউন্টার টেররিজম, বাংলাদেশ পুলিশ।

বি.দ্র : উপদেষ্টা ও কার্য নির্বাহী কমিটির দস্যগণের নাম জ্যেষ্ঠতার ভিত্তিতে নয় বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে।

This post has already been read 3927 times!

Check Also

SAU Hosts Intern Orientation Program in collaboration with Square Agrovet

SAU Correspondent: Sher-E-Bangla Agriculture University (SAU) held the Intern Orientation Program 2023 for students entering …