Tuesday , April 29 2025

কৃষিবিদ আব্দুল মান্নানের মৃত্যুতে শোকাহত বাকৃবি পরিবার

কৃষিবিদ আব্দুল মান্নান, এম.পি।

আরিফুল ইসলাম (বাকৃবি সংবাদদাতা): বগুড়া-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সিন্ডিকেট সদস্য কৃষিবিদ আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাকৃবি পরিবার। শনিবার সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর ল্যাডএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৬ বছর বয়সে তিনি মারা যান।

বাকৃবির কৃতী এ অ্যালামনাইয়ের হঠাৎ মৃত্যুতে শোকাহত পুরো ক্যাম্পাস। এক শোকবার্তায় বাকৃবি উপাচার্য, বাকৃবি ছাত্রলীগ, বাকৃবি সাংবাদিক সমিতি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও ছাত্র সংগঠন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

তিন বারের সংসদ সদস্য বর্ষীয়ান এই নেতা ১৯৫৩ সালের ১৯ ডিসেম্বর বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দিতে জন্মগ্রহণ করেন। তিনি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সাবেক মহাসচিব, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি একাদশ সংসদের কৃষি মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন।

This post has already been read 3968 times!

Check Also

নর্থওয়েস্ট এএন্ডএফ ইউনিভার্সিটি, চায়না প্রতিনিধি দলের বারি পরিদর্শন

গাজীপুর সংবাদদাতা: কলেজ অব ইন্টারন্যাশনাল এডুকেশন, নর্থওয়েস্ট এএন্ডএফ ইউনিভার্সিটি (এনডব্লিউএএফইউ), চায়না প্রতিনিধি দল বুধবার (০৯ …