এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় ফিড (পোলট্রি, মাছ, গবাদিপশুর খাদ্য) প্রস্তুত ও বাজারজাতকারী কোম্পানি নারিশ গ্রুপের দিনব্যাপী বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত (৯ জানুয়ারি) বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রিজেন্সী হোটেল এন্ড রিসোর্টে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে কোম্পানীর বিগত ২০১৯ সালের বিক্রয়, টার্গেট ইত্যাদি বিষয়ে আলোচনা হয় এবং নতুন বছরের কর্মপন্থা ঠিক করা হয়। এছাড়াও নারিশ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকগণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তাঁরা বলেন, নারিশ ব্যবসার চেয়ে সততাকে বেশি গুরুত্ব দেয় এবং এজন্যই নারিশ আজকের অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারিশ গ্রুপরে ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান খালেদ, পরিচালক শামছুল আরেফিন খালেদ, পরিচালক সাইফুল আরেফিন খালেদ, পরিচালক (অর্থ) মো. রফিকুল ইসলাম বাবু, এডিএম নুরুল মোস্তফা কায়সার (কনসালট্যান্ট), জেনারেল ম্যানেজার (সেলস এন্ড মাকের্টিং) সামিউল আলিম, জেনারেল ম্যানেজার (প্রোডাকশন) কৃষিবিদ তৌহিদুল ইসলাম, প্রজেক্ট কো অর্ডিনেটর নুরুল বাসার সরকার, ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস এন্ড সার্ভিস) ডা. মুসা কলিমুল্লাহ, ডেপুটি জেনারেল ম্যানেজার কৃষিবিদ গোলাম মাওলা, সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার কৃষিবিদ চিরঞ্জিব সাহা, মো. ওবায়দুল ইসলাম, ডা. জাফর আহমেদ রুবেল প্রমুখ।
অনুষ্ঠানে নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারি লি, নারিশ গ্রান্ড প্যারেন্টস লি, নারিশ ফিসারিজ লি, নারিশ ফিডস লি, নারিশ ফুডস লি, নারিশ এগ্রো লি, এর সারাদেশে বিক্রয় ও বিপণন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।