রবিবার , ফেব্রুয়ারি ২৩ ২০২৫

টাঙ্গাইলে “নলেজ শেয়ারিং সেশন ফর পোল্ট্রি” শীর্ষক আলোচনা সভা

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: জ্ঞান বা নলেজ কেবল নিজে অর্জনের বিষয় নয় বরং এটি ছড়িয়ে দিতে হয়। জীবনের প্রতিটি ক্ষেত্রের মতো পোলট্রি সম্পর্কে জ্ঞানও এর বাইরে নয়। কারণ কোন বিষয় সম্পর্কে জ্ঞান বা জানাশোনা না থাকলে সেখানে ভালো কোন ফলাফল পাওয়া যায়না। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন (বিপিআইএ) বিষয়টিকে গুরুত্ব দিয়ে পোলট্রি খামারিদের জন্য সংশ্লিষ্ট পেশায় জ্ঞানের আদান-প্রদানের উদ্দেশ্যে আন্তজেলা “নলেজ শেয়ারিং সেশন ফর পোল্ট্রি ” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে। রবিবার (২ ফেব্রুয়ারি) টাঙ্গাইল সদর এর বি,আর,ডি,বি সেমিনার হলে উক্ত সভাটি অনুষ্ঠিতহ হয়।

সভায় পোল্ট্রির সমসাময়িক বিষয়, যেমন- জীব নিরাপত্তা: গেটওয়ে ও টুলস সমূহ, পোল্ট্রিতে বায়োটেকনোলজির ব্যবহার ও এন্টিবায়োটিক হ্রাস, স্বাস্হ্যবান পোল্ট্রি উৎপাদন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির কৌশল, পোল্ট্রির উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে ছোট টুলস এর ব্যবহার, ইত্যাদি বিষয় নিয়ে গুরত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের যুগ্ন- মহাসচিব খন্দকার মুহাম্মদ মহসীন,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রানী বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.আহসান কবীর, কলকাতা থেকে আসা
পোল্ট্রি বিশেষজ্ঞ ডা.নৃ সিংহ দাস, পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ (পি.পি.বি)এর সমন্বয়ক, পোল্ট্রি বিশেষজ্ঞ ডা.অঞ্জন মজুমদার, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিস এসোসিয়েশন রংপুর জেলার সাধারণ সম্পাদক কৃষিবিদ মাহমুদুল হাসান।

বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিস এসোসিয়েশন টাংগাইল জেলা শাখার সভাপতি অধ্যাপক এ.কে.এম আব্দুল আউয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন এর গর্ভনিং বডির সদস্য আলাউদ্দিন আল আজাদ, রংপুর বিভাগীয় সমন্বয়ক মাহবুব আলম,চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ফয়েজ আহমেদ,কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি এ.কে ফজলুল হক সহ দেশের বিভিন্ন জেলা,উপজেলা থেকে আগত পোল্ট্রি সংগঠক ও খামারী বৃন্দ।

This post has already been read 4557 times!

Check Also

রমজানে সুলভমূল্যে দুধ, ডিম, মাংস বিক্রি করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক :  মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আসন্ন রমজান মাসে জনসাধারণ যেন …