রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

দেশের প্রিমিয়াম কোয়ালিটির ব্রি ধান বিভিন্ন দূতাবাসে প্রেরণের উদ্যোগ

ব্রি’র মহাপচিালক ড. মো. শাহজাহান কবীর ব্রি উদ্ভাবিত ব্রি ধান৩৪ ও ব্রি ধান৫০ -এর কিছু নমুনা বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনে উপহারস্বরূপ প্রেরণের উদ্দেশ্যে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের কাছে হস্তান্তর করছেন।

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: বাংলাদেশে সরু ও সুগন্ধি প্রিমিয়াম কোয়ালিটির এমন অনেক ধানের জাত রয়েছে যেগুলোর চাল দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব। গত রোববার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউট এর মহাপচিালক ড. মো. শাহজাহান কবীর ব্রি উদ্ভাবিত এই ধরনের দুটি জাতের চাল (ব্রি ধান৩৪ ও ব্রি ধান৫০) এর কিছু নমুনা বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনে উপহারস্বরূপ প্রেরণের উদ্দেশ্যে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের কাছে হস্তান্তর করেন।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমস্টেক উইংয়ের মহাপরিচালক এবং অতিরিক্ত সচিব মো. সামছুল হক, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যন ড. শেখ মো. বখতিয়ার উপস্থিত ছিলেন।

This post has already been read 2999 times!

Check Also

বৈষম্যমুক্ত অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে কৃষিকে গুরুত্ব দিতে হবে -কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন,  বৈষম্যমুক্ত অর্থনৈতিক উন্নয়ন …