রবিবার , ফেব্রুয়ারি ২৩ ২০২৫

কলকাতা আন্তর্জাতিক পোলট্রি মেলার শেষদিন আজ

আন্তর্জাতিক ডেস্ক: ৭’ম কলকাতা আন্তর্জাতিক পোলট্রি মেলা-২০২০’ এর শেষদিন আজ। কোলকাতার ইকোপার্কে বুধবার (১১ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে তিনদিনব্যাপী উক্ত মেলার উদ্বোধন করেন রাজ্যের প্রাণী-সম্পদ উন্নয়নমন্ত্রী স্বপন দেবনাথ, কারিগরি শিক্ষামন্ত্রী পূর্ণেন্দু বসু। এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, পশ্চিমবঙ্গ পোলট্রি ফেডারেশনের কর্তা মদন মাইতি।

মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণ ভারতের রাজ্যগুলি ইতিমধ্যেই ডিম ও মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। এই রাজ্যকে সেভাবেই তৈরি করতে মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, তাকে সফল করতেই এই মেলার আয়োজন। আগামী তিন বছরের মধ্যেই পশ্চিমবঙ্গও এই ক্ষেত্রে একেবারে প্রথমসারিতে চলে আসবে বলেই আশা।

মেলায় যেমন ছিলেন দেশ-বিদেশের প্রতিনিধিরা, তেমনি ছিল একাধিক গুরুত্বপূর্ণ আলোচনাসভা। সূত্রের খবর, অস্ট্রেলিয়া, ফ্রান্স, স্পেন, জার্মানি, শ্রীলঙ্কা-সহ প্রায় ২০টি দেশ থেকে প্রায় ৪০ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন এবারের এই মেলায়।

This post has already been read 5328 times!

Check Also

AmCham held an Dialogue on “Policy Alignment to Enhance the Trade and Investment Climate” today

The American Chamber of Commerce in Bangladesh (AmCham) held an AmCham Dialogue on “Policy Alignment …