রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

আরিফস্ (বাংলাদেশ) লিমিটেড এর বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

আরিফস্ (বাংলাদেশ) লিমিটেড এর বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হলো গত ১৯শে জানুয়ারি ২০২০ইং তাদের নিজস্ব কনফারেন্স হল ধানমন্ডিস্থ এস, এ, টাওয়ার এর ”সিডিএম” হলে।

আরিফস্ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব খায়রুল কবির আরিফ এর সাথে সারাদেশ থেকে আসা বিক্রয় কর্মকর্তাগন সম্মেলনে অংশগ্রহন করেন।

  • প্রেস বিজ্ঞপ্তি

This post has already been read 3155 times!

Check Also

দি ভেট এক্সিকিউটিভ এর পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন

এগ্রিনিউজ২৪.কম : গত (১৮ সেপ্টেম্বর) বিকালে নব গঠিত The Vet Executive এর কার্যকরী কমিটির পক্ষ …