মো. মনিরুল ইসলাম (ঝালকাঠি) : গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ব্লকের কৃষি কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মো. মনিরুল ইসলাম। এ সময় সংশ্লিষ্ট ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বাস্তবায়িত বিভিন্ন প্রদর্শনী ও প্রনোদনা কার্যক্রম সম্পর্কে সরেজমিন অবহিত করেন।
গম, ভুট্টা, আলু, চিনাবাদাম, মুগসহ বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত সবুজের সমারোহ জানান দিচ্ছে ভালো ফলনের সম্ভাবনার। দিগন্ত বিস্তৃত মাঠে মুগের আবাদ কার্যক্রমে অবদান রাখায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের ধন্যবাদ জানান জেলা প্রশিক্ষণ অফিসার। মুগ ডালের ফলন আশানুরূপ হলে আগামীতে আবাদ আরো বহুগুণ বৃদ্ধি পাবে, ফলে সংশ্লিষ্ট এলাকার কৃষকের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে বলে মনে করছেন উপস্থিত কৃষি কর্মকর্তাগণ।