নাহিদ বিন রফিক (বরিশাল): জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা মঙ্গলবার (৩ মার্চ) পিরোজপুরের ডিএই প্রশিক্ষণকক্ষে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক আবু হেনা মো. জাফরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএইর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বিভাস চন্দ্র সাহা, বরিশালের জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, পিরোজপুরের জেলা বীজ প্রত্যয়ন অফিসার ড. নজরুল ইসলাম শিকদার, ডিএইর অতিরিক্ত উপপরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, কাউখালীর উপজেলা কৃষি অফিসার আলী আজিম শরীফ, ভান্ডারিয়ার উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, নেছারাবাদের উপজেলা কৃষি অফিসার চপল কৃষ্ণ নাথ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. কামরুল ইসলাম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সিনিয়র সহকারি পরিচালক ননিতা হালদার, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সোহেল রানা, ব্রাকের জেলা সমন্বয়কারি বিভাঞ্জন বিশ্বাস প্রমুখ।
সভাপতির বক্তৃতায় তিনি বলেন, মৌসুমভিত্তিক কৃষিপরিকল্পনার ক্ষেত্রে সরকারের লক্ষ্য-উদ্দেশ্যের প্রতি অবশ্যই গুরুত্ব দিতে হবে। তাই ফসলের উৎপাদনশীলতা দ্বিগুণ করতে প্রয়োজন শস্যে নিবিড়তা বাড়ানো। পাশাপাশি দরকার পুষ্টি ও নিরাপদ খাদ্যের বিষয়েও নজর দেওয়া। তাহলেই আমরা সফলকাম হবো।
অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।