গতকাল সোমবার (১৬ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দেশের অন্যতম স্বনামধন্য ভেটেরিনারি মেডিসিন বাজারজাতকারী প্রতিষ্ঠান এর Novivo Healthcare ltd এর সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেমিনারে খামারীদের আধুনিক প্রযুক্তিতে পোল্ট্রি পালনের বিভিন্ন ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা করেন কোম্পানীর এসিস্ট্যান্ট ম্যানেজার ডা মো. মুস্তাফিজুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন রিজিওনাল সেলস ম্যানেজার মো সাখাওয়াত হোসেন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট বিভাগের মো মোফাজ্জল হোসেন, সিনিয়র মার্কেটিং অফিসার মো ফাহিম বিন ইসলাম , শাহ আলম, স্বত্বাধিকারী, মেসার্স সেলিম এন্টারপ্রাইজ, উপজেলার বিভিন্ন এলাকার খামারী বৃন্দ সহ প্রমুখ।
ডা মো. মুস্তাফিজুর রহমান বলেন, Novivo Healthcare ltd সর্বদা খামারীদের কথা চিন্তা করে বিশ্বের সুপ্রতিষ্ঠিত কোম্পানীর গুনগন মান সম্পন্ন প্রোডাক্ট আমদানি করে। আমরা প্রান্তিক পর্যায়ের সাধারন খামারীদের কাছে উন্নত বিশ্বের মান সম্পন্ন মেডিসিন পৌছে দেওয়ার লক্ষ্যে কাজ করছি।
ডা মুস্তাফিজ কোম্পানীর বিভিন্ন মেডিসিন নিয়ে আলোচনা করেন। এর মধ্যে Korean কোম্পানী ADBIOTECH co., Ltd এর AD Flor 200 sol ও AD Dicla Sol নিয়ে বিশদ আলোচনা করেন। মুরগির ই কোলাই, সালমোনেলা রোগের প্রতিরোধ ও চিকিৎসায় AD Flor 200 sol এর কার্যক্ষমতার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বানিজ্যিক মুরগির আমাশয় ও রক্ত আমাশয় (কক্সিডিওসিস) এর ক্ষেত্রে Diclazuril -25% গ্রুপের AD Dicla Sol এর টেকনিক্যাল তথ্য খামারীদের সামনে উপস্থাপন করেন।
রিজিওনাল সেলস ম্যানেজার মো সাখাওয়াত হোসেন Novivo Healthcare ltd এর Belgium এর কোম্পানী Nutressa এর শক্তিশালি টক্সিন বাইন্ডার, CAPTOX,ইমুনোমডুলেটর, IMMOFIT কিডনী টনিক NEFROFIT নিয়ে আলোচনা করেন।