নাহিদ বিন রফিক (বরিশাল): বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) বরিশাল সদরের কাশিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বঙ্গবন্ধু কৃষি উৎসব পালিত হয়। উপজেলা কৃষি অফিসের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর চেতনায় কৃষিকে আরো এগিয়ে নিতে হবে। তবেই দেশ হবে উন্নত রাষ্ট্রে পরিণত। আগেকার কৃষি ছিল অবহেলার চোখে। তখন খাবারের জন্য দ্বারে দ্বারে ঘুরতে হতো। আর এখন আমাদের কৃষিপণ্য রফতানি হচ্ছে ১১৬টি দেশে। তাইতো বাংলার কৃষকের মর্যাদা আজ বিশ্বমানেতুল্য।
স্থানীয় চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মাদ সামসুল আলম এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএই’র জেলা প্রশিক্ষণ অফিসার মো. আবদুল অদুদ খান, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মাহফুজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল, ইউপি. সদস্য নুরুল ইসলাম, কৃষক আ. রহিম হাওলাদার প্রমুখ।
কৃষি উৎসবে বরিশালের জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোহাম্মাদ আলী জিন্নাহ, ঝালকাঠির জেলা বীজ প্রত্যয়ন অফিসার ড. মো. নজরুল ইসলাম শিকদার, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ছাব্বির হোসেন, ডিএই’র অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃষি তথ্য সার্ভিসের সৌজন্যে বঙ্গবন্ধু মানুষের মণিকোঠায় এবং বঙ্গবন্ধুর স্বপ্নের কৃষি শিরোনামের দু’টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এতে দেড় শতাধিক কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।