সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪

অতীতের যে কোন সময়ের তুলনায় দেশে খাদ্য মজুত সর্বোচ্চ – খাদ্যমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, এমপি।

নওগাঁ সংবাদদাতা: অতীতের যে কোন সময়ের তুলনায় খাদ্য মজুতের পরিমান সর্বোচ্চ। বর্তমানে সরকারি গুদামে প্রায় ১৯ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ আছে। যা সর্বকালের সর্বোচ্চ অর্জন। এই  সাফল্য ধরে রাখতে নতুন নতুন পরিকল্পনা করছে সরকার।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৮টায় নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, এমপি ।

খাদ্য মন্ত্রী বলেন, খ্যাদে স্বয়ংসম্পূর্ন ও স্ব-নির্ভর জাতি গঠনের স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই স্বপ্ন পূরনের পথে । খাদ্যসশ্য উৎপাদনে দেশ এখন বিশ্বে রোল মডেল। দেশের কোন মানুষকে আর অনাহারে থাকতে হয় না। খাদ্যের জন্য কষ্ট করতে হয় না।

এর আগে মন্ত্রী নওগাঁ শহরের মুক্তির মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, এমপি। অনুষ্ঠানে নওগাঁ সদর আসনের এমপি নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার আব্দুল মান্নানসহ প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করে।

পরে বেলা ১০:৩০টার দিকে খাদ্যমন্ত্রী নওগাঁর সাপাহার উপজেলায় যান। সেখানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠান শেষে শহরের জিরো পয়েন্টে সাধারন মানুষের মাঝে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এরপর দুপুরে সাপাহার উপজেলা হল রুমে স্থানীয় প্রশাসন আয়োজিত করোনা সচেতন বিষয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বিকেলে পাশের পোরশা উপজেলায় গিয়ে মন্ত্রী করোনা ভাইরাস বিষয়ক সচেতনতামূলক আরেকটা অনুষ্ঠানে যোগ দেন ও বক্তব্য রাখেন।

বক্তব্যে খাদ্যমন্ত্রী করোনা মোকাবেলায় সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন।

This post has already been read 3775 times!

Check Also

বৈষম্যমুক্ত অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে কৃষিকে গুরুত্ব দিতে হবে -কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন,  বৈষম্যমুক্ত অর্থনৈতিক উন্নয়ন …