বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

এসডিজি অর্জনের জন্য ফসলের উৎপাদন দ্বিগুণ করতে হবে

নাহিদ বিন রফিক (বরিশাল): এসডিজি অর্জনের জন্য ফসলের উৎপাদন দ্বিগুণ করতে হবে। তাই উন্নত নতুন নতুন জাত অবমুক্ত করা দরকার। পাশাপাশি প্রয়োজন বীজপ্রাপ্তির নিশ্চিতকরণ। বীজ শিল্পকে করতে হবে আরো শক্তিশালী। বুধবার (১৮ মার্চ) বরিশাল নগরীর সাগরদিস্থ ব্রি সম্মেলনকক্ষে নিম্ন উৎপাদনশীল ধানের জাত প্রত্যাহারের জন্য জাত পরীক্ষণ শীর্ষক তিনদিনের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বীজ প্রত্যয়ন এজেন্সির পরিচালক আবদুর রাজ্জাক এসব কথা বলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীজ প্রত্যয়ন এজেন্সি সদর দপ্তরের উপপরিচালক ড. মো. জাকির হোসেন, বরিশালের জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, ঝালকাঠির জেলা বীজ প্রত্যয়ন অফিসার ড. মো. নজরুল ইসলাম শিকদার, ডিএই’র বরিশালের জেলা প্রশিক্ষণ অফিসার আবদুল অদুদ খান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) যুগ্ম পরিচালক ড. মো. মিজানুর রহমান প্রমুখ।

প্রশিক্ষণে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 3166 times!

Check Also

জৈব পদার্থ মাটির হার্ট- বরিশালে বিনার মহাপরিচালক

নাহিদ বিন রফিক (বরিশাল): বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মো. আবুল কালাম …